Python: গাড়ির আলো পড়তেই দেখা মিলল, রাস্তার উপর ওটা কী! ভয়ঙ্কর দৃশ্যে আতঙ্কে হাসিমারা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Python: হাসিমারা এমইএস চৌপথি থেকে বিশালাকার অজগর উদ্ধার।
আলিপুরদুয়ার: হালকা শীতের রাতে প্রধান রাস্তায় শুয়েছিল সে।হঠাৎই গাড়ির আলো পড়তে রাস্তার পাশে ঝোপে প্রবেশের চেষ্টা। কিন্তু ততক্ষণে চারদিক থেকে মানুষ এসে হাজির রাস্তায়।
আলিপুরদুয়ারের হাসিমারা চৌপথি এলাকা থেকে রাতে উদ্ধার হল একটি বিশালাকার অজগর।এই অজগরটি প্রায় ১২ ফুট লম্বা বলে বনদফতরের তরফে জানা গিয়েছে।তবে লোকালয়ে কিভাবে চলে এল অজগরটি তা বুঝে উঠতে পারছেন না কেউই। এক গাড়ির চালক ওই এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় অজগরটিকে রাস্তার ওপর প্রথম দেখতে পান।প্রথমে এত বড় অজগরটিকে দেখে ভয় পেয়ে যান গাড়ির চালক।তাঁর জোরে গাড়ির ব্রেক কষার শব্দে ছুটে আসেন স্থানীয়রা।এরপর খবর দেওয়া হয় বন দফতরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জে।
advertisement
advertisement
এলাকায় এত বড় অজগর আগে কখনও দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।রাধা শা নামের স্থানীয় এক মহিলা জানান, “কোথা থেকে এল বুঝলাম না।কারও বাড়িতে ঢুকে গেলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হত।বাড়িতে সবাই মুরগি,ছাগল পালন করে।সেগুলি খেয়ে নিত।পারলে মানুষ খেয়ে নিত।ভয়ে গা কাঁটা দিচ্ছে।”
advertisement
পরবর্তীতে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের পাঁচজন বনকর্মী অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।অজগরটি রক পাইথন প্রজাতির।শরীরে কালো ছোপ রয়েছে।
—- Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2023 5:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Python: গাড়ির আলো পড়তেই দেখা মিলল, রাস্তার উপর ওটা কী! ভয়ঙ্কর দৃশ্যে আতঙ্কে হাসিমারা