Ration Scam Jyotipriya Mallick: রেশন দুর্নীতির তদন্তে ইডির নজরে পড়তে পারে যে কারও রেশন কার্ড! চাঞ্চল্যকর তথ্য সামনে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Ration Scam Jyotipriya Mallick: রাজ্যের জেলাওয়াড়ি খাদ্য দফতরের গুদামে কখন কত পরিমাণ খাদ্য সামগ্রী মজুত ছিল, এলাকা ভিত্তিক রেশন দোকানে কত পরিমাণ খাদ্য সামগ্রী সরবরাহ হয়েছে- এই তথ্য খতিয়ে দেখছে ইডি।
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ইডি নজরে রেশন পরিষেবা ব্যবস্থা। রাজ্যের জেলাওয়াড়ি রেশন দোকান, রেশন কার্ড হোল্ডার নিয়ে তথ্য সংগ্রহ। অর্থাৎ কোন জেলায় কোন ক্যাটাগরির কার্ড হোল্ডার কত, সেই তথ্য সংগ্রহ করা হয়েছে। একজন গ্রাহক কার্ড পিছু কত পরিমাণ চাল, গম ও অন্য খাদ্য সামগ্রী পান, সেই তথ্যও এখন ইডির হাতে।
রাজ্যের জেলাওয়াড়ি খাদ্য দফতরের গুদামে কখন কত পরিমাণ খাদ্য সামগ্রী মজুত ছিল, এলাকা ভিত্তিক রেশন দোকানে কত পরিমাণ খাদ্য সামগ্রী সরবরাহ হয়েছে- এই তথ্য খতিয়ে দেখছে ইডি।
advertisement
রেশন দুর্নীতির খাদ্যসামগ্রী বণ্টনের গরমিল ধরতেই এই তথ্য সংগ্রহ করা হয়েছে। ইডি সূত্রে দাবি, খোলা বাজারে কত পরিমাণ সামগ্রী পাচার হয়েছে এবং তার বিনিময়ে কত টাকার লেনদেন হয়েছে, তার হিসেব কষতেই পরিসংখ্যান সংগ্রহে জোর দেওয়া হয়েছে।
advertisement
প্রাথমিক ভাবে বাকিবুরের মুখোমুখি বসিয়ে রেখে জ্যোতিপ্রিয়কে জেরা করার পরিকল্পনা ছিল ইডির। তবে তা সম্ভব হয়নি। তবে বাকিবুরের বয়ানের ভিত্তিতেই নাকি জ্যোতিপ্রিয়কে জেরা করা হচ্ছে। এর আগে বাকিবুর এবং জ্যোতিপ্রিয়র আর্থিক লেনদেনের সূত্র পেয়েছিল ইডি। বাকিবুরের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ইডি দাবি করে দুই দফায় জ্যোতিপ্রিয়কে ৮০ লাখ টাকা দিয়েছিল সে। তবে জেরার সময় বাকিবুর বলেছিল, সেই টাকা নাকি মন্ত্রীর অনুরোধে ঋণ হিসেবে দিয়েছিলেন বাকিবুর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2023 10:57 AM IST