Purulia News: টেলিস্কোপে খুঁটিয়ে রাতের আকাশ দেখার সুযোগ! দক্ষিণবঙ্গে প্রথমবার, শুরু হচ্ছে 'নাইট স্কাই ওয়াচিং'!
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Purulia News| বনবিভাগের উদ্যোগ, পুরুলিয়ায় নাইট স্কাই ওয়াচিং শুরু, এডভেঞ্চার ট্যুরিজমের নয়া সংযোজন।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : দক্ষিণবঙ্গে প্রথমবার রাতের আকাশ দেখাতে চলেছে বনবিভাগ। শুরু হচ্ছে ‘নাইট স্কাই ওয়াচিং’। ইতিমধ্যেই পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের মাঠা বনাঞ্চলে নিয়ে আসা হয়েছে টেলিস্কোপ। এই প্রথমবার পুরুলিয়াতে নাইট স্কাই ওয়াচিং-এর সুযোগ পেতে চলেছে পর্যটকেরা। পর্যটনের মরশুমে শুধু পর্যটক নয় স্কুল কলেজের বহু পড়ুয়া শিক্ষামূলক ক্যাম্প করতে আসেন পুরুলিয়ায়। তাদের জন্য বাড়তি আকর্ষণ হতে চলেছে এই নাইট স্কাই ওয়াচিং।
এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, পুরুলিয়া বেড়াতে এসে অনেকেই মাঠা বনাঞ্চলে থাকেন। সেখানে রক ক্লাইম্বিং, নেচার ট্রাকিং এই সমস্ত কিছু করতে পারে। কিন্তু রাতের দিকে বাচ্চাদের সেই ভাবে কিছু করার থাকে না। তাই তাদের কথা চিন্তা করি আমরা নাইট স্কাই ওয়াচিং-এর ব্যবস্থা করেছি। এতে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে।
advertisement
advertisement
তিনি আরও জানান, দক্ষিণবঙ্গের মধ্যে প্রথম পুরুলিয়া জেলাতেই নাইট স্কাই ওয়াচিং এর ব্যবস্থা করা হয়েছে এটা তাদের কাছে খুবই গর্বের। শুধু ক্লাইম্বিং করতে আসা শিশুরা নয় জেলার বিভিন্ন স্কুল গুলির সঙ্গে ও সাইন্স মিউজিয়ামের সঙ্গেও যোগাযোগ করা হবে যাতে শিশুদের শিক্ষার ক্ষেত্রে বনবিভাগ সহযোগী হতে পারে সেই উদ্দেশ্যেই এই নাইট স্কাই ওয়াচিং-এর ব্যবস্থা। আপাতত মাঠা বনাঞ্চলে একটি টেলিস্কোপ আনা হয়েছে। পরবর্তীতে অযোধ্যার ময়ুর পাহাড় ও ঝালদাতে টেলিস্কোপ লাগানোর পরিকল্পনা নিচ্ছে বনবিভাগ।
advertisement
পুরুলিয়ার এডভেঞ্চার ট্যুরিজমের একেবারে নয়া সংযোজন হতে চলেছে এই নাইট স্কাই ওয়াচিং। দক্ষিণবঙ্গের মধ্যে প্রথম এই জেলাতেই পর্যটকেরা রাতের আকাশ দেখার সুযোগ পেতে চলেছে। পর্যটনের মরশুমের শুরুতেই এক অভিনব উদ্যোগ নিল বন বিভাগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 06, 2025 11:12 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: টেলিস্কোপে খুঁটিয়ে রাতের আকাশ দেখার সুযোগ! দক্ষিণবঙ্গে প্রথমবার, শুরু হচ্ছে 'নাইট স্কাই ওয়াচিং'!









