Ladakh Cycle Trip: পকেটের জোর কম, দামি বাইক স্বপ্ন! পাতি সাইকেলে লাদাখ ট্রিপ, রাস্তাই এখন ঘর-বাড়ি!
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Ladakh Cycle Trip: বাঁকুড়ার দুই যুবকের সাইকেল যাত্রা নজর কাড়ল পুরুলিয়াবাসীর। নতুন বছরে সাইকেলে লাদাখ যাত্রা দুই যুবকের।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: কথায় আছে ইচ্ছা যদি থাকে তাহলে যে-কোনও অসম্ভব কাজই সম্ভব হয়ে দাঁড়ায়। সেখানে দূরত্ব কখনওই বাধা হয় না। নতুন বছরের শুরুতেই সাইকেলে করে বাঁকুড়া থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা দিল দুই যুবক। একজন প্রশান্ত মুসিব ও আরেকজন বিপ্লব সিং।
তাদের এই কর্মকাণ্ড রীতিমতো সকলের নজর কেড়েছে। এই যাত্রা পথে তারা পুরুলিয়ায় এসে পৌঁচেছেন। ইতিপূর্বে তারা বিভিন্ন জায়গাতে সাইকেল নিয়ে ভ্রমণ করেছেন। এবার তাদের গন্তব্য লাদাখ। প্রথমে তারা যাবেন নেপালে। সেখান থেকে আবহাওয়ার অবস্থা অনুযায়ী লাদাখের উদ্দেশ্যে রওনা দেবেন। এ বিষয়ে ওই দুই যুবক বলেন, ইতিপূর্বে তারা বেশ কিছু জায়গায় ভ্রমণ করেছেন সাইকেল নিয়ে
advertisement
আরও পড়ুন: নষ্ট ফুলও লাগবে কাজে, চাকরি পাবে প্রচুর বেকার ছেলেমেয়ে! ভাগ্য বদলের জন্য বিরাট পরিকল্পনা চাষিদের
। এবার তাদের গন্তব্য লাদাখ। পরিবেশ বাঁচানোর বার্তা ও জীবন বাঁচানোর বার্তা নিয়ে তাদের এই সাইকেল যাত্রা। যাত্রা পথে বহু মানুষের সহযোগিতা পাচ্ছেন তারা। তাদের ভীষণই ভাল লাগছে এই লাদাখ যাত্রায়। এই ভাবেই তারা আগামী দিনে অন্যান্য জায়গাতেও সাইকেল নিয়ে ভ্রমণে যাবেন। নতুন বছরে শুরুতেই অভিনব ভাবনা নিয়ে সাইকেল যাত্রায় বেরিয়েছেন বাঁকুড়ার দুই যুবক।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের এই ভাবনা সাধারণ মানুষের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এইভাবে আগামী দিনে তারা বিভিন্ন জায়গাতে সাইকেল নিয়ে ভ্রমণের চিন্তাভাবনা করছেন। বহু মানুষের স্বপ্ন থাকে লাদাখ ভ্রমণ। কিন্তু ব্যাপক খরচের কারণে অনেকেই পিছিয়ে যান। সেখানে দাঁড়িয়ে এই দুই যুবক দেখিয়ে দিয়েছেন। যদি ইচ্ছা থাকে আর মনের জোর থাকে তাহলে সবকিছুই সম্ভব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 03, 2026 5:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ladakh Cycle Trip: পকেটের জোর কম, দামি বাইক স্বপ্ন! পাতি সাইকেলে লাদাখ ট্রিপ, রাস্তাই এখন ঘর-বাড়ি!








