Purulia News: আরজি কর কান্ডের মাঝেই চালু হল পুলিশের 'শক্তি' প্রকল্প, বিনামূল্যে মিলবে ট্রেনিং! জানুন বিস্তারিত!
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
আত্মরক্ষার জন্য ডাক্তারদের দেওয়া হচ্ছে সেলফ ডিফেন্স ট্রেনিং!
পুরুলিয়া: রাত দিন এক করে প্রতিনিয়ত রোগী পরিষেবা দিয়ে থাকেন ডাক্তাররা। হঠাৎ যদি সরকারি হাসপাতালে ডাক্তারদের উপর কোন দুষ্কৃতীরা হামলা চালায় সেক্ষেত্রে তারা কি করবেন বুঝে উঠতে পারেন না। তাই ডাক্তাররা যাতে বিপদের সময় নিজেদের রক্ষা করতে পারে তার জন্য অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে জেলা পুরুলিয়ায়। পুরুলিয়া জেলা পুলিশের নতুন একটি প্রকল্প শক্তি। এই প্রকল্পে স্কুল কলেজের পড়ুয়ারা নিজেদের আত্মরক্ষা করতে পারবে সেল্ফ- ডিফেন্স ট্রেনিংয়ের মাধ্যমে।
এবার পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের হাতোয়ারা ক্যাম্পাসের পড়ুয়াদের একেবারে বিনামূল্যে সেল্ফ ডিফেন্স ট্রেনিং দেওয়া হচ্ছে শক্তি প্রকল্পের মাধ্যমে। এতে আগামী দিনে পড়ুয়ারা নিজেদের কর্মক্ষেত্রে ও অন্যান্য জায়গাতে নিজেদেরকে রক্ষা করতে পারবে। এ বিষয়ে পড়ুয়ারা বলেন, কলেজের পড়াশোনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যে সেল্ফ ডিফেন্স ট্রেনিং দেওয়ার কাজ শুরু হয়েছে এটা সত্যিই খুব ভাল উদ্যোগ। এতে আগামী দিনে তাদের অনেকটাই উপকার হবে।
advertisement
advertisement
যে কোনও অন্ধকার রাস্তা দিয়ে যেতে গেলে তাদের ভয় লাগে। এ ট্রেনিং না থাকলে তাদের অনেকখানি মনবল বৃদ্ধি পাবে। এ বিষয়ে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল সব্যসাচী দাস বলেন, এতে পড়ুয়ারা অনেকটাই উপকৃত হবে। তাদের মনোবলও বৃদ্ধি পাবে। পড়াশোনার পাশাপাশি এই সেলফ ডিফেন্স প্রশিক্ষণ তাদের আগামী দিনে অনেকটাই সাহায্য করবে।
advertisement
বর্তমান সময়ে দাঁড়িয়ে সমস্ত মেয়েদেরই নিজেদের আত্মরক্ষার কৌশল জানা উচিত। তাহলে যে-কোনও পরিস্থিতিতেই তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে। পুরুলিয়া জেলা পুলিশের ‘শক্তি’ প্রকল্পের মধ্য দিয়ে জেলার মেয়েরা নিজেদের আত্মরক্ষা করার উপযোগী হয়ে উঠবে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 15, 2024 4:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: আরজি কর কান্ডের মাঝেই চালু হল পুলিশের 'শক্তি' প্রকল্প, বিনামূল্যে মিলবে ট্রেনিং! জানুন বিস্তারিত!









