Purulia News: যোগ্য হলেও নাম নেই আবাস তালিকায়, অসহায় অবস্থায় ১৪৬৫ জন মানুষ!
- Published by:Suman Biswas
- hyperlocal
Last Updated:
Purulia News: তালিকায় নাম নেই প্রায় ১৪৬৫ জন মানুষের। চরম সমস্যার মধ্যে পড়েছেন তারা।
পুরুলিয়া : বনমহল পুরুলিয়া। জেলার অনেকাংশ উন্নত হলেও আজও বহু মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছে। সেই সমস্ত মানুষেরা নিত্য রোজগার করে নিত্যদিনের খরচ বহন করেন। অনেকের মাথার উপর ঠিক-ঠাক ভাবে ছাদ পর্যন্ত নেই। এই সমস্ত মানুষদের জন্যই রয়েছে আবাস যোজনার প্রকল্প। যার আয়তায় থাকলে অন্তত মাথা গোজার ঠাঁই টুকু মিলবে। যদি এই সমস্ত মানুষেরাই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে। সম্প্রতি আবাস যোজনার তালিকা প্রকাশিত হয়েছে। আর তাতেই বাদ পড়েছে পুরুলিয়ার বাগমুন্ডি থানার সিন্দ্ররি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চড়িদা, বাড়িডি , সিন্দ্রী পড়া সহ বেশ কয়েকটি গ্রাম। তালিকায় নাম নেই প্রায় ১৪৬৫ জন মানুষের। চরম সমস্যার মধ্যে পড়েছেন তারা।
এ বিষয়ে গ্রামবাসীরা জানান , কোনও রকমে সংসার চলে তাদের। মাটির বাড়ির বিভিন্ন জায়গা থেকে জল পড়ে। ঝড় বৃষ্টির দিনে তাদের মাথা গোঁজার জায়গা থাকে না। কখনও হরি মন্দিরে তো কখনও আবার লোকের বাড়িতে আশ্রয় নিতে হয় তাদের। তাদের অবস্থা এত করুন থাকা সত্ত্বেও তারা বাড়ি পাওয়া থেকে বঞ্চিত। তাদের যাতে বাড়ির ব্যবস্থা হয় সেই আবেদন রেখেছেন তারা।
advertisement
advertisement
এ বিষয়ে গ্রাম সিন্দ্ররি গ্ৰামপঞ্চায়েত প্রধান দ্বিজেন্দ্রনাথ মাহাতো বলেন , ২০১৮-১৯ এর সার্ভে তালিকায় সিন্দ্ররি গ্রাম পঞ্চায়েত এলাকার ২৬৬৫ জনের নাম থাকলেও নতুন তালিকায় নাম এসেছে ১২০০ জনের। ওই তালিকা থেকে বাদ পড়েছে ১৪৬৫ জন মানুষ। সেই সময় এই পঞ্চায়েতের দায়িত্বে যারা ছিলেন সম্ভবত তারা সঠিক তথ্য প্রদান করেননি সেই কারণে যারা যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পাচ্ছে না বার বার তারা বঞ্চিত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করছি।
advertisement
গরিব অসহায় দুঃস্থ মানুষদের জন্য সরকারের আবাস যোজনা প্রকল্প। কিন্তু বাস্তবে আজও বহু মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। যারা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। আর তাতেই অসহায় ভাবে দিন কাটছে তাদের। পুরুলিয়ার এই গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামগুলি যাতে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পায় তারই অপেক্ষায় গ্রামবাসীরা।
advertisement
— শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 14, 2024 8:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: যোগ্য হলেও নাম নেই আবাস তালিকায়, অসহায় অবস্থায় ১৪৬৫ জন মানুষ!






