Purulia News: দীর্ঘদিনের অপেক্ষার অবসান, অবশেষে উন্মোচন হল বিরসা মুন্ডার পূর্ণ অবয়ব মূর্তি!
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
দীর্ঘ অপেক্ষার পর শূন্যতা পূরণ হল ঝালদার বিরসা মোড়ের , আপ্লুত ঝালদাবাসী!
পুরুলিয়া: চিরকালই আদিবাসীদের নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যেতে হয়েছে। আদিবাসীদের মুন্ডা লড়াইয়ের অন্যতম কান্ডারী শহীদ বিরসা মুন্ডা। তার ১৫০ তম জন্মজয়ন্তী পালিত হয়েছে গোটা পুরুলিয়া জেলা জুড়ে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জঙ্গলমহলবাসী মেতে উঠেছিল শহীদ বিরসা মুন্ডার জন্মদিন পালনে। পুরুলিয়া ঝালদার প্রধান মোড়ের নাম বিরসা মোড়। কিন্তু এই বিরসা মোড়ে ছিলনা শহীদ বিরসা মুন্ডার কোনও মূর্তি।
এলাকার মানুষ দীর্ঘদিন থেকে চাইত এখানে বিরসা মুন্ডার কোনও মূর্তি স্থাপন করা হোক। অবশেষে বিরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তীর দিনে ঝালদার এই জায়গায় স্থাপিত হল বিরসা মুন্ডার পূর্ণ অবয়ব মূর্তি। আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে এই মূর্তি উন্মোচন করা হয়। দীর্ঘ এতদিন পর এই এলাকায় মূর্তি উন্মোচন হওয়ায় খুশি এলাকার মানুষ। এ বিষয়ে এলাকার এক বাসিন্দা জবা রানী মুন্ডা বলেন, তাদের ভীষণই ভালো লাগছে এই মূর্তি উন্মোচন হওয়ায়। দীর্ঘদিন থেকে তারা এই দিনের অপেক্ষায় ছিলেন।
advertisement
আরও পড়ুন: আরজি কর কান্ডের মাঝেই চালু হল পুলিশের ‘শক্তি’ প্রকল্প, বিনামূল্যে মিলবে ট্রেনিং! জানুন বিস্তারিত!
advertisement
এ বিষয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সাধারণ সম্পাদক লক্ষীনারায়ণ সিং সর্দার বলেন, আদিবাসীদের ভগবান শহীদ বিরসা মুন্ডা। ঝালদাবাসীদের দীর্ঘদিনের অপেক্ষা ছিল বিরসা মোড়ে শহীদ বিরসা মুন্ডার মূর্তি স্থাপনের। কোথাও যেন এই এলাকার শূন্যতা পূরণ হয়েছে। এটা শুধু আদিবাসী সমাজের মানুষেরাই নয় গোটা ঝালদাবাসী।
advertisement
ঝালদার গুরুত্বপূর্ণ জায়গা বিরসা মোড়। বহু মানুষের নিত্য যাতায়াত এই রাস্তার উপর দিয়ে। এখানে বিরসা মুন্ডার পূর্ণ অবয়ব মূর্তি স্থাপন হওয়ায় আপ্লুত ঝালদাবাসী।
শর্মিষ্ঠা ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 16, 2024 6:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: দীর্ঘদিনের অপেক্ষার অবসান, অবশেষে উন্মোচন হল বিরসা মুন্ডার পূর্ণ অবয়ব মূর্তি!









