Abhishek Banerjee|| ২২ মে পুরুলিয়ায় অভিষেকের নব জোয়ার যাত্রা, কী কৌশলে বাজিমাত? মিলল ইঙ্গিত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Abhishek Banerjee: তৃণমূলের নব জোয়ার যাত্রায় ২২ শে মে পুরুলিয়ায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুরু হয়েছে প্রস্তুতি সভা!
পুরুলিয়া: নব জোয়ার যাত্রা কর্মসূচির পূর্বেই তৃণমূলের প্রস্তুতি সভার আয়োজন করা হয় পুরুলিয়ায়। প্রসঙ্গত, আগামী ২২ মে নব জোয়ার অংশস্বরূপ পুরুলিয়া সফরে আসতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গোটা জেলা জুড়ে।
তৃণমূলের নব জোয়ার যাত্রা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। কাশীপুরের তরুণ সংঘ লাইব্রেরীতে এই সভা অনুষ্ঠিত হয় এই দিন। কর্মীদের উদ্দেশ্যে এই সভাকে সফলভাবে সম্পন্ন করার জন্য বিশেষ বার্তা দেওয়া হয়।
advertisement
advertisement
এ প্রসঙ্গে পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি তথা কর্মাধ্যক্ষ সৌমেন বেলথড়িয়া বলেন , তৃণমূলের নব জোয়ার যাত্রায় রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিতি থাকবে। গোটা এলাকাকে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হবে। সমগ্র কর্মসূচিকে কীভাবে সু-সম্পন্ন করা যায় সে বিষয়ে বৈঠক করা হল।
advertisement
এ দিনের সভায় উপস্থিত ছিলেন, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথড়িয়া, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথড়িয়া, মহিলা তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সুমিতা সিং মল্ল, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নরেন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের কাশীপুর ব্লক সভাপতি সুদেব হেমব্রম সহ বহু বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ।
advertisement
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের নয়া উদ্যোগ নব জোয়ার যাত্রা। এই নব জোয়ার যাত্রা কর্মসূচি নিয়ে আগামী ২২ মে তিন দিনের পুরুলিয়া সফর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগমনের পূর্বেই গোটা জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দফায় , দফায় সম্পন্ন হচ্ছে বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়া সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করা পুরুলিয়া জেলা তৃণমূলের কাছে এখন বড় চ্যালেঞ্জ।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 11:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee|| ২২ মে পুরুলিয়ায় অভিষেকের নব জোয়ার যাত্রা, কী কৌশলে বাজিমাত? মিলল ইঙ্গিত