Scam: টিনের ছাউনি দেওয়া মাটির ঘরে ঠাসা নথি-পাসপোর্ট! চাকদহে কাঠ মিস্ত্রির বাড়িতে ইডির হানা

Last Updated:

Scam: পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে গ্রেফতার করেছিল ইডি, যে ভারতীয় পাসপোর্ট রিনিউ করিয়েছিল ইন্দুভূষণ হালদারের মাধ্যমে। নদিয়ার চাকদহে জাল পাসপোর্ট কাণ্ডে ফের অ্যাকশন মোডে ইডি। এদিন সকাল থেকেই পরারি গ্রামে বিপ্লব সরকার নামে এক কাঠ মিস্ত্রির বাড়িতে তল্লাশি চলছে।

ইডির আধিকারিকেরা এসে পৌঁছালো কাঠমিস্ত্রির বাড়িতে
ইডির আধিকারিকেরা এসে পৌঁছালো কাঠমিস্ত্রির বাড়িতে
চাকদহ, মৈনাক দেবনাথ: নদিয়ার চাকদহে জাল পাসপোর্ট কাণ্ডে ফের অ্যাকশন মোডে ইডি। এদিন সকাল থেকেই পরারি গ্রামে বিপ্লব সরকার নামে এক কাঠ মিস্ত্রির বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। টিনের ছাউনি দেওয়া মাটির ঘরে ইডির নজরে এসেছে একাধিক নথি এবং পাসপোর্ট।
সূত্রের খবর, সম্প্রতি নদিয়া থেকে গ্রেফতার হওয়া ইন্দুভূষণ হালদারের সঙ্গে বিপ্লব সরকারের যোগসূত্র পাওয়ার পরই এই অভিযান। ইন্দুভূষণের চাকদহের একটি সাইবার ক্যাফে থেকেই প্রায় সাড়ে ৩০০ ভুয়ো পাসপোর্টের আবেদন করা হয়েছিল বলে জানা গিয়েছে। সেই সূত্রেই ইডি বিপ্লব সরকারের বাড়িতে হানা দেয়। পেশায় কাঠ মিস্ত্রি হলেও বিপ্লবের বাংলাদেশ যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
advertisement
আরও পড়ুনঃ লিখিত পরীক্ষা নেই, শুধু ইন্টারভিউ দিয়েই মোটা বেতনের চাকরি! শিক্ষক নিয়গের বিজ্ঞপ্তি জারি
ইডি সূত্রে জানা গিয়েছে, বিপ্লব সরকারের বাড়ি থেকে উদ্ধার হওয়া পাসপোর্টের বৈধতা ও ব্যবহার নিয়ে শুরু হয়েছে তদন্ত। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের পাসপোর্ট ব্যবহার করে দেশে বা বিদেশে কোথায় কোথায় যাওয়া হয়েছিল, তা যাচাই করছে কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি বিপ্লব সরকারের ট্রাভেল হিস্ট্রি, ব্যাঙ্ক লেনদেন এবং তাঁর ভাই বিপুল সরকারের নথিও পরীক্ষা করে দেখা হচ্ছে। তাঁদের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কোলাহল ছেড়ে নির্জনতা! রিকিসুমে প্রকৃতি ও ইতিহাসের অপূর্ব মিলন! বড়দিনের ছুটিতে ঘুরে আসুন
উল্লেখ্য, আগে পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে গ্রেফতার করেছিল ইডি, যে ভারতীয় পাসপোর্ট রিনিউ করিয়েছিল ইন্দুভূষণ হালদারের মাধ্যমে। সেই সূত্র ধরেই উত্তর ২৪ পরগনা ও নদিয়ার গেদে সীমান্ত এলাকায় একাধিক তল্লাশি চালানো হয়েছিল। আজকের অভিযান সেই তদন্তেরই ধারাবাহিকতা। স্থানীয় সূত্রে খবর, বিপ্লব ও বিপুল দুই ভাই দীর্ঘদিন ধরেই কাঠ মিস্ত্রির কাজ করতেন। কিন্তু তাঁদের সাধারণ জীবনের আড়ালে জাল পাসপোর্ট চক্রের সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েই এখন তদন্তে নেমেছে ইডি। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam: টিনের ছাউনি দেওয়া মাটির ঘরে ঠাসা নথি-পাসপোর্ট! চাকদহে কাঠ মিস্ত্রির বাড়িতে ইডির হানা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement