Job Alert: লিখিত পরীক্ষা নেই, শুধু ইন্টারভিউ দিয়েই মোটা বেতনের চাকরি! শিক্ষক নিয়গের বিজ্ঞপ্তি জারি
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Alert: আপনি কি শিক্ষিত? বেকারত্বের জ্বালায় জ্বলছেন? আপনার বাড়ি বাঁকুড়ায়? যদি এই তিনটি প্রশ্নের উত্তর ইতিবাচক হয় তাহলে এবার আপনার ঘরের কাছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পাবেন...
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: আপনি কি বেকারত্বের জ্বালায় জ্বলছেন? আপনার বাড়ি বাঁকুড়ায়? যদি এই তিন প্রশ্নের উত্তর ইতিবাচক হয় তাহলে এবার আপনার ঘরের কাছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পাবেন আপনি। স্পেশ্যাল লেকচারার পদে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি স্থির করা হবে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্ধারিত নিয়ম মেনে। রাজ্যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে।
সম্প্রতি এই বিষয়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কোন বিভাগের জন্য কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে? বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট বিভাগে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। এই জন্য আগে থেকে আগাম কোনও ধরনের আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই। বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে স্পেশ্যাল লেকচারার পদে এই নিয়োগ।
advertisement
আরও পড়ুনঃ একদিন নয়, এনজেপি পর্যন্ত ৩ দিন চলুক হামসফর এক্সপ্রেস…! রেলমন্ত্রীকে প্রস্তার সাংসদের, অনুমতি মিলবে?
তবে, ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা জানান হয়নি। বয়সের ঊর্ধ্বসীমার কথাও বলা হয়নি। একমাত্র স্পেশ্যাল লেকচারার পদে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি স্থির করা হবে ইউজিসি(UGC )বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্ধারিত নিয়ম মেনেই। যারা এই সুযোগ পাবেন তাদেরকে প্রতি মাসে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সাম্মানিক দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বীরভূমের সবচেয়ে বড় এবং প্রাচীন শিব মন্দির কোনটি জানেন? কোন জেলায় রয়েছে বলুন তো?
view commentsআগামী ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে বলেই জানান হয়েছে ওয়েবসাইটে। ইন্টারভিউর দিন ইচ্ছুক প্রার্থীদের জীবনপঞ্জি (CV) ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে সকাল ১১’টার মধ্যে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। ইচ্ছুক ব্যক্তির অবশ্যই বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি পড়ে আসুন। রইল লিংকঃ BankuraUniversity | BKU | PAGE https://share.google/2YFHNJ5N462xCICNF…
Location :
Bankura,West Bengal
First Published :
Oct 31, 2025 10:59 AM IST










