পুজোর আনন্দ এবার দ্বিগুণ! মহিলাদের হাতে গরমে টাকা উপার্জনের জন্য বিশেষ উদ্যোগ নিল পৌরসভা, জানুন বিস্তারিত
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Women Empowerment: দুর্গাপুজোর আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বানানো জিনিস বিক্রি করার জন্য পাঁশকুড়া পৌরসভা বিশেষ উদ্যোগ নিল। পাঁশকুড়া পৌরসভার বিদ্যাসাগর উদ্যান চত্বরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বানানো জিনিস পত্র নিয়ে বসানো হয়েছে একাধিক স্টল।
পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: বাঙালির বড় উৎসব দুর্গাপুজো দোরগোড়ায়। রবিবার মহালয়া। দেবীপক্ষের সূচনা। কথায় আছে নারীরা দশভূজা। দেবী দুর্গার মতো অদৃশ্য ১০টি হাত রয়েছে তাঁদের। ঘর, গৃহস্থলি, অফিস, আদালত, সংসদ দক্ষ হাতে সামাচ্ছেন নারীরা। তাই দুর্গাপুজোর দোরগোড়ায় নারীদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নিল পাঁশকুড়া পৌরসভা। পাঁশকুড়া পৌরসভার এলাকার স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের ক্ষমতায়ন ও তাদের সমৃদ্ধির বিষয়ে বিশেষ নজর দিল পৌরসভা। পুজোর আগে মহিলাদের হাতে অর্থের সংস্থানে নেওয়া হল বিশেষ উদ্যোগ।
দুর্গাপুজো, বাঙালির এই উৎসবে আনন্দে মেতে ওঠে ৮ থেকে ৮০ সব বয়সীরা। পুজো মানে কেনাকাটা। পুজো মানে খাওয়া-দাওয়া। আর তার জন্য প্রয়োজন অর্থের। গ্রামে বা ছোট ছোট শহরে মহিলাদের বেশিরভাগই ঘর গৃহস্থলি সামলাতে ব্যস্ত। ফলে দুর্গাপুজোর আনন্দে সামিল হতে স্বামী বা পরিবারের অন্যদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়।
আরও পড়ুনঃ পশুদের শিং দিয়ে চিরুনি! বাঁশের চিংড়িমাছ! রাজ্যের কোথায় তৈরি হচ্ছে এসব ‘আজব’ জিনিস? রফতানি হচ্ছে বিদেশেও
কিন্তু বর্তমান সময়ে মহিলাদের আর্থিকভাবে সমৃদ্ধ করতে সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। যার অন্যতম হল স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সরকারের বিভিন্ন প্রকল্পের থেকে প্রশিক্ষণ ও সরকারি সহায়তায় বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেন। এইসব জিনিস বিক্রি করে আর্থিকভাবে স্বনির্ভর হয় মহিলারা।
advertisement
advertisement
দুর্গাপুজোর আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বানানো জিনিস বিক্রি করার জন্য পাঁশকুড়া পৌরসভা বিশেষ উদ্যোগ নিল। পাঁশকুড়া পৌরসভার বিদ্যাসাগর উদ্যান চত্বরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বানানো জিনিস পত্র নিয়ে বসানো হয়েছে একাধিক স্টল। এ বিষয়ে পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র জানান, ‘পৌরসভার বিদ্যাসাগর উদ্যানের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে প্রদর্শনী ও বিপণনের মেলা বসানো হয়েছে। পুজোর আগে মহিলারা নিজেদের তৈরি জিনিসপত্র বিক্রি করে রোজগার করতে পারবে। ফলে তাদের পুজোর আনন্দ আরও দ্বিগুণ হবে’।
advertisement
আরও পড়ুনঃ বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স! হেয়ার কাটিং, থ্রেডিং থেকে পেডিকিওর, ম্যানিকিওর! মিলবে সার্টিফিকেট, দেরি না করে লুফে নিন সুযোগ
পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশনের সহাতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে বিপণন চালু হয়েছে। স্টলগুলিতে রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি ঘর সাজানোর জিনিসপত্র থেকে পোশাক পরিচ্ছদ এমনকি বিভিন্ন ধরনের খাবার। ২২ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত চলবে এই বিপণন। প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে স্টলগুলো। পুজোর আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের জিনিসপত্র বিক্রি করতে পেরে খুশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 20, 2025 8:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর আনন্দ এবার দ্বিগুণ! মহিলাদের হাতে গরমে টাকা উপার্জনের জন্য বিশেষ উদ্যোগ নিল পৌরসভা, জানুন বিস্তারিত