পশুদের শিং দিয়ে চিরুনি! বাঁশের চিংড়িমাছ! রাজ্যের কোথায় তৈরি হচ্ছে এসব 'আজব' জিনিস? রফতানি হচ্ছে বিদেশেও

Last Updated:

Wooden Combs: বাঁশের তৈরি চিংড়িমাছ, শিং দিয়ে সাধারণ চিরুনি এবং হাল ফ্যাশনের কাঠের তৈরি Wooden Comb সবই দাসপুরের গ্রাম‍্য এলাকার পুরোনো শিল্প। যা এখনও টিকে আছে। রফতানি হচ্ছে বিদেশেও।

+
কাঠ,

কাঠ, বাঁশ কিংবা শিং দিয়ে হরেক সামগ্রী, কোথায় তৈরি হচ্ছে জানেন?

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে পশুদের শিং, কাঠ, বাঁশ ও নারকেল মালা দিয়ে তৈরি জিনিসপত্র রফতানি হচ্ছে বিদেশে। চিরুনি থেকে নিঁখুত কারুকার্য যুক্ত ঘর সাজানোর সেই সব জিনিসপত্র দেখতে এখন ভিড় জমিয়েছেন দূর দূরান্তের মানুষ। বাঁশের তৈরি অবিকল চিংড়িমাছ, শিং দিয়ে সাধারণ চিরুনি এবং হাল ফ্যাশনের কাঠের তৈরি Wooden Comb সবই দাসপুরের গ্রাম‍্য এলাকার পুরোনো শিল্প। যা এখনও টিকে আছে। বিদেশেও পৌঁছে যাচ্ছে সেসব জিনিসপত্র।
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার মাগুরিয়া, জ্যোত ঘনশ্যাম, নারায়ণচক, মশালচক, ডোঙাভাঙ্গা এলাকায় পুরোনো হস্তশিল্পের কিছুটা অস্তিত্ব আজও টিকে আছে। ওই এলাকার বেশ কিছু শিল্পী আজও এই শিল্পকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। বাজারে শিংয়ের তৈরি চিরুনি বা অন্যান্য জিনিসের চাহিদা রয়েছে যথেষ্ট। তবে এখন সেভাবে পশুদের শিং পাওয়া যায় না তাই কাঁচামালের যোগান কম থাকায় অনেক শিল্পী আবার শিংয়ের পরিবর্তে কাঠ দিয়ে বানাচ্ছেন রোজকার ব‍্যবহারের চিরুনি। সাম্প্রতিক সময়ে wooden comb-এর জনপ্রিয়তা প্রচুর।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজোয় রাস্তা হবে যানজট মুক্ত! অটো, টোটোর উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা, নয়া ট্রাফিক নিয়ম না জানলে ভুগতে হবে
মাগুরিয়া গ্রামের বিষাণ শিল্পী বলেন, তাঁর পূর্বপুরুষ শিংয়ের তৈরি বিভিন্ন জিনিস বানাতেন। তিনিও এ কাজ করেন। বাবার কাছ থেকে শিখেছিলেন এই কাজ। কাঁচামালের অভাব দেখা দেওয়ায় বর্তমানে তিনি সম্পূর্ণরূপে সিংহের পরিবর্তে কাঠ দিয়ে নানান সুদৃশ্য ঘর সাজানোর জিনিস বানাচ্ছেন।
advertisement
advertisement
বর্তমানে তার কারখানায় ১৫ জন শ্রমিক কাজ করেন। তার মধ্যে মহিলারাও রয়েছেন। এই কাজ করেই তাদের সংসার চালে। কাঠের তৈরি প্লেট, চিরুনি, চামচ-সহ নানান ঘর সাজানোর জিনিস তৈরি হয় সেখানে। পাশাপাশি ওই এলাকার বেশ কিছু মানুষ আজও শিং থেকে চিরুনি তৈরি করেন। তবে এই কাজটি খুবই সময় সাপেক্ষ। একটি চিরুনি তৈরি করতে ২২ ধরনের মেশিনের সাহায্য প্রসেস করে বানাতে হয়। তাই নতুন করে কোন মানুষ আর এই শিল্প শিখতে চাইছেন না। কেননা সেই ধৈর্য্য নেই আর পারিশ্রমিকও তেমন পাওয়া যায় না।
advertisement
আরও পড়ুনঃ পর্যটকদের মনোরঞ্জনে লোকসংস্কৃতি পরিবেশন করে মাথা পিছু জোটে ৫০ টাকা! সংসার চলবে কী করে? ‘বড়’ আশ্বাস গ্রাম পঞ্চায়েতের
তবে অবাক হয়ে থমকে যেতে হয় বাঁশের তৈরি চিংড়ি মাছ দেখে। একেবারে অবিকল দূর থেকে বোঝার উপায় নেই। হস্তশিল্পের গুরুত্ব আলাদাই। তাই দেশে তো বটেই বিদেশেও প্রচুর রফতানি হচ্ছে প্রতন্ত গ্রাম থেকে এই ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে চিরুনি। আবার ভিড় জমাচ্ছেন মানুষজন হাতের কাজ চোখের দেখার জন্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পশুদের শিং দিয়ে চিরুনি! বাঁশের চিংড়িমাছ! রাজ্যের কোথায় তৈরি হচ্ছে এসব 'আজব' জিনিস? রফতানি হচ্ছে বিদেশেও
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement