পর্যটকদের মনোরঞ্জনে লোকসংস্কৃতি পরিবেশন করে মাথা পিছু জোটে ৫০ টাকা! সংসার চলবে কী করে? 'বড়' আশ্বাস গ্রাম পঞ্চায়েতের
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Jaldapara Folk Artists: কোদলবস্তির লোকশিল্পীদের কথায়, পর্যটকদের কাছে লোকসঙ্গীত, লোকনৃত্য পরিবেশিত করে মাথা পিছু ৫০ টাকাই আয় হয়। সেটা দিয়ে সংসার চলে না। তবুও হাসিমুখে এই কাজ করেন তারা।
কালচিনি, আলিপুরদুয়ার, অনন্যা দে: খুলেছে জঙ্গল। আর তৈরি তারাও। পর্যটকদের নিজেদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে প্রস্তুত কোদালবস্তির লোকশিল্পীরা। জলদাপাড়া জাতীয় উদ্যানের পাশাপাশি কোদালবস্তিতেও পর্যটকদের জন্য রয়েছে লোকশিল্পীদের নাচ, গানের অনুষ্ঠান। তবে শিল্প প্রদর্শন করলেও শিল্পের পর্যাপ্ত মূল্য থেকে তাঁরা বঞ্চিত।
এই পেশার সঙ্গে কেউ দশ বছর আবার কেউ তারও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন। পর্যটকদের সামনে ও বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে আসছেন লোকনৃত্য ও লোকসঙ্গীত। যদিও তাঁদের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক নেই। তবুও পর্যটকদের মনোরঞ্জনে খামতি রাখেন না তারা। জলদাপাড়া জঙ্গল ঘেরা কোদলবস্তি এলাকায় এই লোকশিল্পীদের বসবাস। এই পর্যটনস্থলে দুটি লোকশিল্পীদের দল রয়েছে।যেখানে সদস্য সংখ্যা প্রায় ৩০ জন।
advertisement
আরও পড়ুনঃ খুনের বদলা খুন! বাসুদেবপুর থানা এলাকায় কালভার্টের নিচ থেকে উদ্ধার পচাগলা দেহ! বিস্ফোরক প্রাক্তন সাংসদ অর্জুন সিং
জানা যায়, এই সদস্যের মধ্যে হাতে গোনা কয়েকজন সরকারি ভাতা পেলেও, অধিকাংশের জোটে না তা। লোকশিল্পীরা জানান, একাধিকবার বিভিন্ন প্রশাসনিক দফতরে আবেদন করার পরও এখনও তা মেলেনি। কেন কেমন হচ্ছে সেই কারণও অজানা। কোদলবস্তির লোকশিল্পীদের কথায়, পর্যটকদের কাছে লোকসঙ্গীত, লোকনৃত্য পরিবেশিত করে মাথা পিছু ৫০ টাকাই আয় হয়। সেটা দিয়ে সংসার চলে না। তবুও হাসিমুখে এই কাজ করেন তারা। সরকারি ভাতা পেলে তা দিয়ে কিছুটা হলেও ছেলে মেয়ের পড়াশোনার খরচ ওঠানো যেত বলে দাবি তাদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স! হেয়ার কাটিং, থ্রেডিং থেকে পেডিকিওর, ম্যানিকিওর! মিলবে সার্টিফিকেট, দেরি না করে লুফে নিন সুযোগ
যদিও এই বিষয়ে মেন্দাবাড়ির গ্রাম পঞ্চায়েত প্রধান চন্দ্রা নার্জিনারী বলেন, ‘তাদের ভাতা শীঘ্র চালু করার পদক্ষেপ ইতিমধ্যেই আমরা নিয়েছি। আশা করছি শীঘ্র তা চালু হয়ে যাবে’। জলদাপাড়া জঙ্গলের সাফারি পছন্দ পর্যটকদের। জঙ্গল ভ্রমণের একটি অঙ্গ হল সাফারি। তেমনই লোকশিল্পীদের নৃত্য একটি অঙ্গ এই জঙ্গলের। রাভা-সহ বিভিন্ন জনজাতির সংস্কৃতি সম্পর্কে পরিচিত হন সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 20, 2025 2:42 PM IST