Free Beautician Course: বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স! হেয়ার কাটিং, থ্রেডিং থেকে পেডিকিওর, ম্যানিকিওর! মিলবে সার্টিফিকেট, দেরি না করে লুফে নিন সুযোগ
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Free Beautician Course: পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়েছে ফ্রি-তে বিউটিশিয়ান কোর্স। সিএডিসি তমলুক প্রোজেক্টের অন্তর্গত তমলুক ব্লকে গ্রামের মহিলাদের বিনামূল্যে ১৫ দিনের বিউটিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
সিএডিসি তমলুক প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর ডক্টর উত্তম কুমার লাহা বলেন, 'দু'টি ব্যাচে মোট ৩০ জন মহিলাকে বিউটিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিনামূল্যে এই প্রশিক্ষণ ১৫ দিন দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়ার পর মহিলাদের একটি করে সার্টিফিকেট দেওয়া হবে। ফলে আগামী দিনে রূপচর্চার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন গ্রামের মহিলারা'।
advertisement