খুনের বদলা খুন! বাসুদেবপুর থানা এলাকায় কালভার্টের নিচ থেকে উদ্ধার পচাগলা দেহ! বিস্ফোরক প্রাক্তন সাংসদ অর্জুন সিং

Last Updated:

Decomposed Body Recover: বাসুদেবপুর থানার রাহুতা এলাকা থেকে শনিবার একটি পচাগলা দেহ উদ্ধার হয়েছে। কালভার্টের নিচে পড়েছিল দেহটি। জানা যায়, মৃত ব্যক্তির নাম শেখ সাব্বির ওরফে সাহেব।

বাসুদেবপুর থানা এলাকায় পচাগলা দেহ উদ্ধার
বাসুদেবপুর থানা এলাকায় পচাগলা দেহ উদ্ধার
শ্যামনগর, উত্তর ২৪ পরগনা, অরুণ ঘোষ: খুনের বদলা খুন। গত শনিবার শ্যামনগরের বাসুদেবপুর থানার উচ্ছেগড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে ইট দিয়ে থেঁতলে খুন করা হয় মাংস বিক্রেতা তথা টোটো চালক মোঃ কামাল উদ্দিন ওরফে হীরা কুরেশিকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার আরও একটা পচা গলা দেহ উদ্ধার একই জায়গায়।
বাসুদেবপুর থানার রাহুতা এলাকা থেকে শনিবার একটি পচাগলা দেহ উদ্ধার হয়েছে। কালভার্টের নিচে পড়েছিল দেহটি। জানা যায়, মৃত ব্যক্তির নাম শেখ সাব্বির ওরফে সাহেব। এই সাহেবই গত শনিবার মোঃ কামাল উদ্দিনকে খুন করেছিলেন বলে অভিযোগ। পুলিশ প্রথমে শেখ ঝন্টু ও শেখ পিন্টুকে গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করার সময়ে সাহেবের নাম উঠে আসে। এবার সেই সাহেবেরই দেহ মিলল কালভার্টের নিচ থেকে।
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে কারা দাপিয়ে বেড়াচ্ছে লালগড়ের ঘন জঙ্গলে? রেখে যাচ্ছে ছাপ! জুজু কি তবে রয়্যাল বেঙ্গল?
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন, এই দুটি খুন করিয়েছেন শওকত আলী। যিনি ভাটপাড়া থানার আইসির স্নেহধন্য তৃণমূল নেতা। এলাকায় প্রমোটিং করার জন্যই শওকত এই কাজ করিয়েছেন। পুলিশ শওকতকে বাঁচানোর চেষ্টা করছে এমনটাই দাবি ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংয়ের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিশুর বলিতে টনক নড়ল প্রশাসনের! পথদুর্ঘটনা রুখতে স্কুলের সামনে এবং রাস্তার গুরুত্বপূর্ণ অংশে বসছে পেভার ব্লক
প্রাক্তন সংসদ একটি ছবি দেখিয়ে শওকত আলীকে চিহ্নিত করেন। ভাটপাড়া থানার আইসির সঙ্গে জন্মদিনের কেক কাটার ছবি। সেই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, এখানে কোন রাজনীতি নেই। খুন হয়েছে এটা ঠিক আইন আইনের পথেই চলবে। কে দোষী কে নির্দোষ তা বিচার করবে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খুনের বদলা খুন! বাসুদেবপুর থানা এলাকায় কালভার্টের নিচ থেকে উদ্ধার পচাগলা দেহ! বিস্ফোরক প্রাক্তন সাংসদ অর্জুন সিং
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement