শিশুর বলিতে টনক নড়ল প্রশাসনের! পথদুর্ঘটনা রুখতে স্কুলের সামনে এবং রাস্তার গুরুত্বপূর্ণ অংশে বসছে পেভার ব্লক

Last Updated:

Road Repair: দুর্ঘটনার হার কমাতে এবং গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে এই পেভার ব্লক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মথুরাপুর ২ নং ব্লকের বিডিও নাজির হোসেন প্রাশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং থানার আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন। পুজোর আগেই পেভার ব্লক বসানোর কাজ শেষ করতে বলা হয়েছে।

মথুরাপুরের রাস্তায় বসেছে পেভার ব্লক
মথুরাপুরের রাস্তায় বসেছে পেভার ব্লক
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: একের পর এক ঘটছে পথদুর্ঘটনা। একরত্তি ছাত্রীর মৃত্যুর ঘটনায় অবশেষে টনক নড়ল প্রশাসনের। তড়িঘড়ি এবার রাস্তায় বসানো হচ্ছে পেভার ব্লক। সমস্ত স্কুলের সামনে এবং রাস্তার গুরুত্বপূর্ণ অংশে পুজোর আগেই বসে যাবে এই পেভার ব্লক।
সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের অন্তর্গত কম্পানিরঠেক এলাকায় পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্কুলছাত্রী অনু সাঁতুয়ার (৬)। কম্পানিরঠেকে একটি বেসরকারি স্কুলে পড়ত সে। রাস্তার পাশে নলকূপ থেকে অনুর মা জল নিচ্ছিলেন। পাশেই দাঁড়িয়েছিল অনু হঠাৎ একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। শুক্রবার মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ রাতে বাড়ি ফেরার সময়ে পুলিশ কর্মীর উপর চড়াও, মারধর! মুখ থেকে ঝরছে র*ক্ত! বনগাঁ পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা
সপ্তাহ দু’য়েক আগেই স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় টগরী বাউরের প্রাণ যায় কুমড়োপাড়ায়। সে সময় সেখানে ব্যাপক আন্দোলন হয়। এই দুর্ঘটনার হার কমাতে এবং গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে এই পেভার ব্লক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মথুরাপুর ২ নং ব্লকের বিডিও নাজির হোসেন প্রাশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং থানার আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে কারা দাপিয়ে বেড়াচ্ছে লালগড়ের ঘন জঙ্গলে? রেখে যাচ্ছে ছাপ! জুজু কি তবে রয়্যাল বেঙ্গল?
পুজোর আগেই সমস্ত জায়গায় এই পেভার ব্লক বসানোর কাজ শেষ করতে বলা হয়েছে। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার জানিয়েছেন, একের পর এক দুর্ঘটনা নাড়া দিয়েছে সকলকে। বিশেষ করে স্কুলের পড়ুয়াদের দুর্ঘটনায় মৃত্যুর পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গাড়ির গতি কমাতেই এই পেভার ব্লক বসানো হবে। পুজোর আগেই এই কাজ শেষ হবে‌। এছাড়াও স্কুলের ধারে রাস্তা বরাবর রেলিং দেওয়া হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিশুর বলিতে টনক নড়ল প্রশাসনের! পথদুর্ঘটনা রুখতে স্কুলের সামনে এবং রাস্তার গুরুত্বপূর্ণ অংশে বসছে পেভার ব্লক
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement