রাতে বাড়ি ফেরার সময়ে পুলিশ কর্মীর উপর চড়াও, মারধর! মুখ থেকে ঝরছে র*ক্ত! বনগাঁ পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা

Last Updated:

BJP Leader Arrested: পুলিশ কর্মীকে বেধরক মারধর করার অভিযোগে গ্রেফতার বনগাঁর বিজেপি নেতা। পুলিশ জানিয়েছে, ধৃতের বিজেপি কর্মীর নেতার নাম গোবিন্দ ভট্টাচার্য। বুধবার রাতে বাড়ি ফিরছলেন ওই যুবক। সেই সময়ে হাসপাতাল কালিবাড়ি এলাকায় পূর্বের আক্রশের জেরে তাঁর উপর চড়াও হন বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য।

পুলিশ কর্মীকে বেধরক মারধর করার অভিযোগে গ্রেফতার বনগাঁর বিজেপি নেতা
পুলিশ কর্মীকে বেধরক মারধর করার অভিযোগে গ্রেফতার বনগাঁর বিজেপি নেতা
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: পুলিশ কর্মীকে বেধরক মারধর করার অভিযোগে গ্রেফতার বনগাঁর বিজেপি নেতা। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার হাসপাতাল কালিবাড়ি এলাকার ওই যুবককে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। যদিও ধৃতের দাবি, বিজেপি করায় তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
বনগাঁ থানার হাসপাতাল কালিবাড়ি এলাকায় এক যুবকে বেধরক মারধর করার অভিযোগে বিজেপি নেতাকে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের বিজেপি কর্মীর নেতার নাম গোবিন্দ ভট্টাচার্য।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে কারা দাপিয়ে বেড়াচ্ছে লালগড়ের ঘন জঙ্গলে? রেখে যাচ্ছে ছাপ! জুজু কি তবে রয়্যাল বেঙ্গল?
সূত্রের খবর, বুধবার রাতে বাড়ি ফিরছলেন আক্রান্ত যুবক। তিনি পেশায় একজন পুলিশ কর্মী। অভিযোগ, সেই সময়ে হাসপাতাল কালিবাড়ি এলাকায় পূর্বের আক্রশের জেরে বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য যুবকের উপর চড়াও হন। তাঁকে বেধরক মারধর করেন। পরবর্তীতে আক্রান্ত যুবক বনগাঁ থানায় গোবিন্দর নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে গাইঘাটা এলাকা থেকে গোবিন্দকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
advertisement
advertisement
এই ঘটনা প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, গোবিন্দ জমি মাফিয়া। সমাজ বিরোধীদের নিয়ে চলাফেরা করে। যে যুবককে মারধর করেছে সে কলকাতা পুলিশের কর্মী। বিজেপি একটা উশৃঙ্খল দল।
আরও পড়ুনঃ সাবধান! যুবতী মেয়েদের জালে একদম পা দেবেন না, বাড়ি বাড়ি গিয়ে গোপন…! বাসন্তীতে উত্তেজনা
ধৃত বিজেপি নেতা গোবিন্দর দাবি, তিনি বিজেপি করায় মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। তৃণমূল তাকে ফাঁসিয়ে দিয়েছে। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, ‘ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্মকর্তারা আছে তারা বাড়িতে বসে থাকলেও পুলিশ কেস দেয়। এটা তৃণমূলের পূর্ব পরিকল্পনা। কেস হবে জামিন নেব। ২০২৬-এ মমতা ব্যানার্জির বিসর্জন হবে’।
advertisement
যদিও এই বিষয়ে আক্রান্ত যুবক ও তার পরিবার কোন প্রতিক্রিয়া দিতে চায়নি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতে বাড়ি ফেরার সময়ে পুলিশ কর্মীর উপর চড়াও, মারধর! মুখ থেকে ঝরছে র*ক্ত! বনগাঁ পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement