HS Results 2022: ১০৩ জন ছাত্রীর মধ্যে মাত্র ১৫ জন পাশ! রানীগঞ্জের স্কুলে 'ভূতুড়ে কাণ্ড'!

Last Updated:

HS Results 2022: বাকি ৮৮ জন ছাত্রী ফেল করেননি। তবুও তাদের ভবিষ্যত্ অনিশ্চিত!

#দীপক শর্মা, রানীগঞ্জ: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পর চারিদিকে যখন নাম্বারের ছড়াছড়ি, তখন রানীগঞ্জ সিয়ারসোল গার্লস হাই স্কুলের ছাত্রীরা চরম হতাশাতে রয়েছেন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই ওই স্কুলের ছাত্রীরা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় রয়েছে। ফলাফল প্রকাশের পর দেখা যায়, রানীগঞ্জ সিয়ারসোল গার্লস হাই স্কুলের ১০৩ জন ছাত্রীর মধ্যে মাত্র ১৫ জন পাশ করেছে। বাকি ৮৮ জন ছাত্রীর রেজাল্ট আনসাকসেস দেখাচ্ছে।
এর পর অনেক ছাত্রীর মার্কশিট অনলাইনে বের করা হয়। সেই মার্কশিটেও দেখা যাচ্ছে, কোনো নম্বর লেখা নেই। স্বাভাবিকভাবেই ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েI
advertisement
advertisement
আরও পড়ুন- উচ্চমাধ্যমিকে ৪৭৭, অথচ জানল না আকাশ, আজই বাড়িতে এল তার কফিনবন্দি দেহ
অবাক করার বিষয় হল, স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে নির্বিকার। ছাত্রীরা স্কুলের গেটে ভীড় করলেও কোনো শিক্ষিকা স্কুলে আসার প্রয়োজন মনে করলেন না এদিন I এর ফলে ছাত্রীদের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয় I
ছাত্রীদের দাবি, এরকম খারাপ রেজাল্ট তাদের কখনোই হতে পারে না I অভিভাবকরাও স্কুল কর্তৃপক্ষের গা ঝেড়ে ফেলা মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, তারা নাকি ছাত্রীদের এদিন স্কুলে আসতে বারন করেছিল।
advertisement
স্কুল কর্তৃপক্ষের তরফে প্রশ্ন তোলা হয়, বারণ করার পরও ছাত্রীরা কেন শনিবার স্কুলে এসে ভিড় করেছে! সোমবারের আগে এই নিয়ে কিছু বলা যাবে না বলেও জানানো হয় I
আরও পড়ুন- বিজ্ঞানে বাজিমাত! ভবিষ্যতে ডাক্তারি পড়তে চায় উচ্চমাধ্যমিকে ষষ্ঠ প্রনীত
এদিকে, এসএফআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, ওই স্কুলের ছাত্রীদের জীবন নিয়ে কেবল ছিনিমিনি খেলা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদে নামবে এসএফআই। তারা ছাত্রীদের পাশে থাকারও আশ্বাস দিয়েছে I
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
HS Results 2022: ১০৩ জন ছাত্রীর মধ্যে মাত্র ১৫ জন পাশ! রানীগঞ্জের স্কুলে 'ভূতুড়ে কাণ্ড'!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement