#দীপক শর্মা, রানীগঞ্জ: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পর চারিদিকে যখন নাম্বারের ছড়াছড়ি, তখন রানীগঞ্জ সিয়ারসোল গার্লস হাই স্কুলের ছাত্রীরা চরম হতাশাতে রয়েছেন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই ওই স্কুলের ছাত্রীরা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় রয়েছে। ফলাফল প্রকাশের পর দেখা যায়, রানীগঞ্জ সিয়ারসোল গার্লস হাই স্কুলের ১০৩ জন ছাত্রীর মধ্যে মাত্র ১৫ জন পাশ করেছে। বাকি ৮৮ জন ছাত্রীর রেজাল্ট আনসাকসেস দেখাচ্ছে।
এর পর অনেক ছাত্রীর মার্কশিট অনলাইনে বের করা হয়। সেই মার্কশিটেও দেখা যাচ্ছে, কোনো নম্বর লেখা নেই। স্বাভাবিকভাবেই ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েI
আরও পড়ুন- উচ্চমাধ্যমিকে ৪৭৭, অথচ জানল না আকাশ, আজই বাড়িতে এল তার কফিনবন্দি দেহঅবাক করার বিষয় হল, স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে নির্বিকার। ছাত্রীরা স্কুলের গেটে ভীড় করলেও কোনো শিক্ষিকা স্কুলে আসার প্রয়োজন মনে করলেন না এদিন I এর ফলে ছাত্রীদের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয় I
ছাত্রীদের দাবি, এরকম খারাপ রেজাল্ট তাদের কখনোই হতে পারে না I অভিভাবকরাও স্কুল কর্তৃপক্ষের গা ঝেড়ে ফেলা মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, তারা নাকি ছাত্রীদের এদিন স্কুলে আসতে বারন করেছিল।
স্কুল কর্তৃপক্ষের তরফে প্রশ্ন তোলা হয়, বারণ করার পরও ছাত্রীরা কেন শনিবার স্কুলে এসে ভিড় করেছে! সোমবারের আগে এই নিয়ে কিছু বলা যাবে না বলেও জানানো হয় I
আরও পড়ুন- বিজ্ঞানে বাজিমাত! ভবিষ্যতে ডাক্তারি পড়তে চায় উচ্চমাধ্যমিকে ষষ্ঠ প্রনীতএদিকে, এসএফআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, ওই স্কুলের ছাত্রীদের জীবন নিয়ে কেবল ছিনিমিনি খেলা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদে নামবে এসএফআই। তারা ছাত্রীদের পাশে থাকারও আশ্বাস দিয়েছে I
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: HS Result 2022, Raniganj