West Bengal HS Results 2022|| বিজ্ঞানে বাজিমাত! ভবিষ্যতে ডাক্তারি পড়তে চায় উচ্চমাধ্যমিকে ষষ্ঠ প্রনীত

Last Updated:

West Bengal HS Results 2022|| বাবা পেশায় অরঙ্গাবাদ ডিএনসি কলেজের অধ্যাপক। এ বছর বিজ্ঞান নিয়ে পড়াশুনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ওই ছাত্র। তাতেই বাজিমাত৷ 

#বহরমপুর: ৪৯৩ নম্বর পেয়ে রাজ্যে যৌথভাবে ষষ্ঠ স্থান অধিকার করে চমক দিয়েছেন মুর্শিদাবাদের অরঙ্গাবাদ হাইস্কুলের ছাত্র প্রনীতকুমার দাস। নিউ বাজিতপুর এলাকার এই ছাত্রের ফলাফল জানার সঙ্গে সঙ্গে খুশির জোয়ার এলাকায়। প্রনীতের বাড়ি রঘুনাথগঞ্জ থানার লবণচোয়া এলাকায়। কিন্তু সুতি থানার নিউ বাজিতপুর এলাকায় ভাড়া থাকেন তাঁরা। বাবা পেশায় অরঙ্গাবাদ ডিএনসি কলেজের অধ্যাপক। এ বছর বিজ্ঞান নিয়ে পড়াশুনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ওই ছাত্র। তাতেই বাজিমাত৷
advertisement
প্রকাশিত হল রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিলেন। রেকর্ড দিনের মাথায় আজ এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল (HS Results) প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল (Higher Secondary Result) ঘোষণা করা হল। বেলা ১২টা থেকেই ওয়েবসাইট মারফত ফলাফল জানা যাবে। বেলা ১২টা থেকেই নিউজ18 বাংলার ওয়েবসাইটে news18bangla.com-এ দেখা যাবে রেজাল্ট ৷ টাইপ করুন রোল-নম্বর এবং জেনে নিন রেজাল্ট (HS Result Merit List) ৷
advertisement
২০২০ সালে করোনা ভাইরাসের (Coronavirus) প্রকোপে উচ্চমাধ্যমিক পরীক্ষা অসমাপ্ত ছিল। কয়েকটি বিষয়ের পরীক্ষা বাকি রেখেই লকডাউন ঘোষণা করা হয়। পরে একাদশ শ্রেণির ফলাফলের সঙ্গে প্রাপ্ত নম্বর যোগ করে ফলাফল প্রকাশ করেছিল সংসদ। ২০২১ সালে অনলাইন পরীক্ষা হয়। সেই অর্থে ২ বছর পর অফলাইন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ২০হাজার ৮৬২। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা প্রায় ৬৫,৪৮৬ বেশি। তাদের পাশের হারও ছাত্রদের তুলনায় বেশি। এবছর নিজেদের স্কুলে বসে প্রথমবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে ছাত্রছাত্রীরা। তাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে গোটা পরীক্ষা। তবে আগামী বছরে পূর্ণাঙ্গ সিলেবাসেই হবে পরীক্ষা। হোম সেন্টারে আর পরীক্ষা নয় আগামী বছর। এমনটাই জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রনীতের সাফল্যে উচ্ছ্বসিত অরঙ্গাবাদ হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal HS Results 2022|| বিজ্ঞানে বাজিমাত! ভবিষ্যতে ডাক্তারি পড়তে চায় উচ্চমাধ্যমিকে ষষ্ঠ প্রনীত
Next Article
advertisement
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর! শুনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর
  • গর্ভবতী মহিলা ও তাদের শিশুদের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে

  • দূষণের কারণে অকাল প্রসব, শিশুর শ্রবণশক্তি ক্ষতি এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে

  • বায়ুদূষণ ডিম্বাশয়ের রিজার্ভ ক্ষতি করে

VIEW MORE
advertisement
advertisement