Murshidabad News: মাছের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক জনের, আহত আরও এক

Last Updated:

সাত সকালে মাছের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক জনের। আহত হল আরও একজন। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাজ্য সড়কের ওপরে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। 

জলঙ্গীতে পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে চলছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ 
জলঙ্গীতে পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে চলছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ 
মুর্শিদাবাদ: মঙ্গলবার মাছের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক জনের। আহত হল আরও একজন। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাজ্য সড়কের ওপরে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার মধুবোনা রাজ্য সড়কের উপর। পুলিশ জানিয়েছে মৃতের নাম নমাজি মন্ডল, বয়স আনুমানিক ৬৫ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে নামাজ পড়তে গিয়েছিলেন স্হানীয় একটি মসজিদে। আর সেখান থেকে নামাজ পড়ে দু’জন একসঙ্গে চায়ের দোকানের দিকে যাওয়ার সময়ে একটি মাছের গাড়ি তীব্র গতিতে গিয়ে সরাসরি ধাক্কা মেরে পালিয়ে যায়। যার কারণেই ঘটনাস্থলেই পড়ে মৃত্যু হয় নামাজী মন্ডল নামে এক বৃদ্ধের।
advertisement
advertisement
বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখে ঘটনাস্থলে মৃত অবস্থায় পড়ে রয়েছে নামাজী। ঘটনার পর পলাতক হয়ে যান ঘাতক গাড়ির চালক।ঘটনার জেরে গাড়ির চালককে গ্রেফতারের প্রতিবাদে গ্রামবাসীরা মধুবনা থেকে জলঙ্গি রাজ্য সড়কের উপরে দেহ রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন।
প্রায় দু’ঘণ্টা বিক্ষোভ দেখায় গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়।অন্যদিকে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পথ দুর্ঘটনায় মৃত্যুর জেরে গ্রামে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মাছের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক জনের, আহত আরও এক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement