Murshidabad News: মোবাইল ছেড়ে ফুটবল খেলায় মাতল খড়গ্রাম 

Last Updated:

গ্রাম বাংলায় ফুটবল খেলার প্রতি আগ্রহ তৈরি করতে খড়গ্রামের নগরে আয়োজন করা হল এমপি ও এম.এল.এ কাপের।

+
খড়গ্রামের

খড়গ্রামের নগরে ফুটবল খেলার সুচনা 

মুর্শিদাবাদ: রবিবার যখন বিশ্বজুড়ে ক্রিকেট বিশ্বকাপের মগ্ন। তখন গ্রাম বাংলায় ফুটবল খেলার প্রতি আগ্রহ তৈরি করতে খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে আয়োজন করা হল এমপি ও এম.এল.এ কাপের। বর্তমানে মোবাইল ফোনে সীমাবদ্ধ যুব সমাজ। ফুটবল খেলার প্রতি আগ্রহ তৈরি করতে, বর্তমান যুব সমাজকে সুস্থ দেহ সুস্থ মন যাতে থাকে, তাই ফুটবল খেলার প্রতি আগ্রহ তৈরি করতে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হল নগরে। আগামী একমাস ধরে শীতের মরশুমের মধ্যে এই ফুটবল খেলা চলবে।
খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে ফুটকাপ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় নগর হাই স্কুল খেলার মাঠে। খড়গ্রাম ব্লক ক্রীড়া কমিটির পরিচালনায় মোট আটটি দল খেলবে। রবিবার বিকেলে ফুটবল খেলার উদ্বোধন করেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত ও খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আখতারা বিবি।
advertisement
advertisement
মুর্শিদাবাদ ছাড়াও রায়গঞ্জ স্পোর্টস ক্লাব, বহরমপুর গোরাবাজার, উত্তর চব্বিশ পরগনা এমনকি ঝাড়খণ্ডের দল ফুটবল খেলায় অংশ গ্রহণ করেছেন। সাংসদ খলিলুর রহমান তিনি জানান, রবিবার বিশ্বকাপ জ্বরে কাঁপছে সকলেই। তবে আজকে গ্রাম বাংলা থেকে ফুটবল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই ছেলে ও মেয়েদের যাতে মাঠে আনা যায় সেটা আসল উদ্দেশ্য। বর্তমানে মোবাইল গেমের ওপর সীমাবদ্ধ হয়ে যাচ্ছে বর্তমান যুব সমাজ। তাই ছেলে ও মেয়েদের কে ফুটবল উপর উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাইরে থেকে ফুটবল প্লেয়ার আনা হচ্ছে। তাই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে নগরে বলে জানান সাংসদ।
advertisement
রবিবার রায়গঞ্জ স্পোর্টিস ক্লাব ও বাগানপাড়া বিজাড়া ইয়ংস্টার ক্লাব কালনার মধ্যে খেলা হয়। খেলাতে কালনার বাগানপাড়া বিজাড়া ইয়ংস্টার ক্লাব চার গোলে জয়ী হয়।খেলা দেখতে মাঠে উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মোবাইল ছেড়ে ফুটবল খেলায় মাতল খড়গ্রাম 
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement