North 24 Parganas News: ট্যুইট করে 'বার্তা' দিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মেলা...

Last Updated:

শুরু হচ্ছে মতুয়া ধর্ম মেলা, বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

মতুয়া মেলা
মতুয়া মেলা
উত্তর ২৪ পরগনা: মতুয়া ধর্মের গুরু হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্ম তিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে বারুণী মহামেলা। বৃহত্তম এই ধর্মীয় মেলায় নিয়ে ইতিমধ্যেই ট্যুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মেলা উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে মানুষ উপস্থিত হন উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে। ডংকা, কাশর, নিশান নিয়ে হরিনাম সংকীর্তন এর মধ্যে দিয়ে চলে আরাধনা। ঠাকুর বাড়ির কামনা সাগরে ডুব দেন লক্ষাধিক ভক্ত। বিশ্বাস এই জলে স্নান করলেই মেলে রোগ মুক্তি থেকে নানা সমস্যার সমাধান। উৎসবকে ঘিরে সেজে ওঠে গোটা এলাকা। ঠাকুরবাড়ির মন্দির পার্শ্বস্থ মাঠেই সাত দিন ধরে চলে মেলা। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর সহ বিনাপানি দেবী অর্থাৎ বড় মা র মন্দিরে চলে ভক্তদের বিশেষ প্রার্থনা। মেয়েরা লাল পেরে সাদা শাড়ি, পুরুষেরা ধুতি গেঞ্জি পড়ে নৃত্যরত আনন্দমুখর ছবিতে চোখে পরে এই উৎসবে।
advertisement
advertisement
মেলাকে ঘিরে থাকে এলাহি আয়োজনের পাশাপাশি বিশেষ নিরাপত্তা। মতুয়া ধর্মের বারুনি মেলাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ থাকে চোখে পরার মতো। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। রেলের তরফ থেকেও বিভিন্ন জায়গা থেকে বিশেষ ট্রেন চালানোর কথাও জানানো হয়েছে এই মেলা উপলক্ষে। এমনকি ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে বাংলাদেশ থেকে জলপথেও ভক্তরা আসছেন ঠাকুরবাড়িতে।
advertisement
রবিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী সাতদিন। আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা ঠাকুরবাড়ি চত্বর। উন্নতিথি অনুযায়ী প্রথম ঠাকুর বাড়ির সদস্যরা কামনা সাগরে ডুব দেবেন এবং তার পরই ভক্তরা স্নানের সুযোগ পাবে, এমনটাই জানানো হয়েছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির তরফ থেকে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ট্যুইট করে 'বার্তা' দিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মেলা...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement