Cow Smuggling Case || Anubrata Mandal: অনুব্রতর মামলার কোটি কোটি টাকার যোগান দেয় কে? অজয় নদের তীরেই 'রহস্যের' খোঁজ পেল ইডি!

Last Updated:

Cow Smuggling Case || Anubrata Mandal: প্রশ্ন উঠেছে অনুব্রত মণ্ডলের এইসব মামলার হেভিওয়েট আইনজীবীদের ব্যাপক পরিমান অর্থের যোগান দিচ্ছে কে? সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে এই প্রশ্নের উত্তরই হন্যে হয়ে খুঁজছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
কলকাতা : গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গ্রেফতার হওয়ার পরপরই দুর্নীতির নানা অভিযোগ উঠে আসে এককালীন দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। মেয়ে সুকন্যা থেকে শুরু করে চার্টাড অ্যাকাউন্টেন্ট মনীশ কোঠারি-সহ অনুব্রতর বহু ঘনিষ্ঠদের ব্যবসা এবং ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই। একের পর এক মামলা চলছে গরু পাচার থেকে, আর্থিক তছরুপ ইস্যুতে।
প্রশ্ন উঠেছে অনুব্রত মণ্ডলের এইসব মামলার হেভিওয়েট আইনজীবীদের ব্যাপক পরিমান অর্থের যোগান দিচ্ছে কে? সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে এই প্রশ্নের উত্তরই হন্যে হয়ে খুঁজছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অবশেষে মিলেছে হদিশ। ইডি সূত্রে খবর, অজয় নদের তীরবর্তী একটি থানার এক অফিসারের খোঁজ পেয়েছেন তারা। একপ্রকার স্পষ্টই হয়ে গিয়েছে যে, নিম্ন ও উচ্চ আদালতে কেষ্ট মামলায় আইনজীবীদের পারিশ্রমিকের সেই কোটি কোটি টাকা আসছে মূলত ওই অফিসারের কাছ থেকেই। বহুদিন থেকেই এই খরচ চালিয়ে আসছেন তিনি এমনটাই সূত্রের খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, ধারণা করা হচ্ছে মামলায় কেষ্টর হয়ে আইনজীবীদের সওয়াল করাতে এখনও পর্যন্ত ১৫ থেকে ২০ কোটি টাকা খরচ হয়েছে। তবে কেন এই বিপুল পরিমান অর্থের যোগান দিচ্ছেন ওই অফিসার? তদন্তকারীদের দাবি, গরু পাচারে যে বিশাল অঙ্কের টাকা প্রাপ্ত হয়েছে সেই কালো টাকার বেশ কিছুটা ওই পুলিশ ইনস্পেক্টরের কাছে রয়ে গিয়েছে। সেই টাকা থেকেই এত মাস ধরে কেষ্টর মামলার খরচ মিটিয়ে যাচ্ছেন তিনি। অভিযোগ, ২০১৫ সাল থেকে অজয় নদের পাশের তিনটি থানা এলাকায় গরু পাচারের গোটা বিষয় নিয়ন্ত্রণ করতেন এই অফিসারই।
advertisement
সূত্রের খবর অনুব্রত-সঙ্গী এনামুল এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনকে লাগাতার জেরা করে ওই পুলিশ অফিসারের খোঁজ মিলেছে। কী ভাবে টাকা পাঠাতেন তিনি? সূত্রের খবর, প্রথম দিকে আসানসোল আদালতের এক আইনজীবীর মাধ্যমে আসানসোল ও কলকাতা হাই কোর্টে আইনজীবীদের পারিশ্রমিক পাঠানো হত। শুধু তাই নয়, দিল্লির সিবিআই বিশেষ আদালত ও দিল্লি হাই কোর্টে কেষ্ট মামলার কৌঁসুলিদের যাবতীয় খরচ তৃণমূল ঘনিষ্ঠ এক আইনজীবীর হাত দিয়েই একটি ব্যাঙ্ক মারফত দিল্লিতে পাঠানো শুরু হয়।
advertisement
ইডি সূত্রে দাবি, ইতিমধ্যেই সেই অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে তারা। কেষ্টর নির্দেশ মতোই ২০১৫ থেকে ২০২০-র মধ্যে গরু পাচারের কোটি কোটি কালো টাকা কলকাতায় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে ওই পুলিশ অফিসারই পৌঁছে দিতেন বলে অভিযোগ। তবে কী এবার সেই ইনস্পেক্টরকে তলব করবে ইডি। গরু পাচার মামলায় এই অফিসারের বয়ান অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছেন তদন্তকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cow Smuggling Case || Anubrata Mandal: অনুব্রতর মামলার কোটি কোটি টাকার যোগান দেয় কে? অজয় নদের তীরেই 'রহস্যের' খোঁজ পেল ইডি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement