North 24 Parganas News: দশ বেল ফল নাকি মহা শিবফল? সেই দেখতেই আমডাঙায় এত ভিড় মানুষের!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
মহা শিব ফল দেখতেই আমডাঙায় এত ভিড় মানুষের! কি হচ্ছে জানেন, অনেকেই বলছেন।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শীতের মরসুমে যেন এক বিস্ময় সৃষ্টি করেছে এই শিব ফল! আমডাঙার বইছগাছিয়া গ্রামে তাই এখন দীর্ঘাকৃতির ‘দশ বেল’ দেখতে জনজোয়ার। উত্তর ২৪ পরগনার আমডাঙার বইছগাছিয়া গ্রামে শীতের শুরুতেই দেখা মিলেছে এই অদ্ভুত ফলের। লাউয়ের মতো দেখতে হলেও ফলটির প্রকৃত পরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়রা একে নাম দিয়েছেন ‘দশ বেল ফল’, কেউ আপনার বলছেন মহা শিব ফল। আর সেই ফল দেখতে এখন দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন দেখতে। রাস্তার ধারে অচেনা এই ফল চোখে পড়তেই পথচলতি মানুষের কৌতূহল উঠছে চরমে।
advertisement
অনেকেরই প্রশ্ন এটি কি আদৌ খাওয়া যায়! নাকি কোনো ঔষধি কাজে লাগে! এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এই ফল দেখতে আসা মানুষদের মধ্যে। কারও মতে এটি তরমুজ গোত্রের কোনও বিরল প্রজাতি, আবার কারও ধারণা এটি লাউয়ের কোনও বিশেষ ধরনের জাত।গাছের মালিক মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ফলটি নাকি অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। তাঁর কথায়, অনেক বছর ধরে চাষ করি, কিন্তু এ রকম ফল আগে দেখিনি। স্বাদও দারুণ।
advertisement
গাছ বিশেষজ্ঞদের কথায়, ইংরেজিতে এই ফলের নাম (কেলাবাস)। এই ধরনের ফল ১০ থেকে ১২ কেজি হতে পারে। বর্তমানে ফলটির আকার, রং ও গঠন দেখে স্থানীয়দের মধ্যে বেশ আকর্ষণ সৃষ্টি করেছে। আর তাই এই মহা শিব ফল বা দশ বেল ফল দেখতে প্রতিদিনই বইছগাছিয়া গ্রামে আসছেন বহু মানুষ। আর এই ফলই যেন এখন এলাকার মানুষের গর্ব হয়ে উঠেছে, হবে নাই বা কেন! এই ফলের কারণেই আজ গোটা গ্রামকে চিনছে মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
December 05, 2025 8:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: দশ বেল ফল নাকি মহা শিবফল? সেই দেখতেই আমডাঙায় এত ভিড় মানুষের!
