North 24 Parganas News: দশ বেল ফল নাকি মহা শিবফল? সেই দেখতেই আমডাঙায় এত ভিড় মানুষের! 

Last Updated:

মহা শিব ফল দেখতেই আমডাঙায় এত ভিড় মানুষের! কি হচ্ছে জানেন, অনেকেই বলছেন।

+
দশ

দশ বেল

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শীতের মরসুমে যেন এক বিস্ময় সৃষ্টি করেছে এই শিব ফল! আমডাঙার বইছগাছিয়া গ্রামে তাই এখন দীর্ঘাকৃতির ‘দশ বেল’ দেখতে জনজোয়ার। উত্তর ২৪ পরগনার আমডাঙার বইছগাছিয়া গ্রামে শীতের শুরুতেই দেখা মিলেছে এই অদ্ভুত ফলের। লাউয়ের মতো দেখতে হলেও ফলটির প্রকৃত পরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়রা একে নাম দিয়েছেন ‘দশ বেল ফল’, কেউ আপনার বলছেন মহা শিব ফল। আর সেই ফল দেখতে এখন দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন দেখতে। রাস্তার ধারে অচেনা এই ফল চোখে পড়তেই পথচলতি মানুষের কৌতূহল উঠছে চরমে।
advertisement
অনেকেরই প্রশ্ন এটি কি আদৌ খাওয়া যায়! নাকি কোনো ঔষধি কাজে লাগে! এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এই ফল দেখতে আসা মানুষদের মধ্যে। কারও মতে এটি তরমুজ গোত্রের কোনও বিরল প্রজাতি, আবার কারও ধারণা এটি লাউয়ের কোনও বিশেষ ধরনের জাত।গাছের মালিক মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ফলটি নাকি অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। তাঁর কথায়, অনেক বছর ধরে চাষ করি, কিন্তু এ রকম ফল আগে দেখিনি। স্বাদও দারুণ।
advertisement
গাছ বিশেষজ্ঞদের কথায়, ইংরেজিতে এই ফলের নাম (কেলাবাস)। এই ধরনের ফল ১০ থেকে ১২ কেজি হতে পারে। বর্তমানে ফলটির আকার, রং ও গঠন দেখে স্থানীয়দের মধ্যে বেশ আকর্ষণ সৃষ্টি করেছে। আর তাই এই মহা শিব ফল বা দশ বেল ফল দেখতে প্রতিদিনই বইছগাছিয়া গ্রামে আসছেন বহু মানুষ। আর এই ফলই যেন এখন এলাকার মানুষের গর্ব হয়ে উঠেছে, হবে নাই বা কেন! এই ফলের কারণেই আজ গোটা গ্রামকে চিনছে মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: দশ বেল ফল নাকি মহা শিবফল? সেই দেখতেই আমডাঙায় এত ভিড় মানুষের! 
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement