Nolen Gur in Winter: ধু ধু মাঠে খেজুরগাছের সারি, শীতে গলানো সোনার মতো নলেন গুড় পেতে বাঁধা হল হাঁড়ি

Last Updated:

Nolen Gur in Winter: দেখুন কীভাবে তৈরি হয় বাঁকুড়ার স্পেশাল নলেন গুড়। দেখলে জিভে জল চলে আসবে।

+
রস

রস পাড়ছেন ব্যক্তি

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: বাঁকুড়ার স্পেশাল নলেন গুড় সকলের প্রিয়। শীতের সকালে খেজুর গাছের জিরান কাঠ কেটে রস বের করা, থেকে শুরু করে খড় মাটি দিয়ে একটি মহল তৈরি করা। এই মহলেই হয়ে থাকে নলেন গুড় তৈরি। আর এই নলেন গুড় গোটা পশ্চিমবঙ্গ তথা বিশ্বে একটি বিশেষ খাবার। বিশেষ করে পশ্চিমবঙ্গের বড় শহরগুলিতে বাঁকুড়ার নলেন গুড়ের চাহিদা তুঙ্গে থাকে।
ভোরবেলা গাছে উঠে পেড়ে নিয়ে আসা হয় খেজুর রস ভরতি হাঁড়ি। সেই খেজুর রসকে একটি ছাঁকনির মাধ্যমে প্রাথমিকভাবে ছেঁকে ঢালা হয় একটি বিরাট বড় পাত্রে। সেই পাত্রকে গরম আগুনে, ফুটিয়ে ফুটিয়ে তৈরি করা হয় খেজুর গুড়। দুই ধরনের গুড় হয়। একটি বেলজিয়াম কাচের মতো স্বচ্ছ নলেন গুড়, অপরটি চিটচিটে গুড়। মূলত শীতকালে তৈরি হয় এই খেজুর গুড়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাঁকুড়া জেলায়। এই মহলটি অবস্থিত বাঁকুড়া শহর সংলগ্ন বদরা গ্রামে।
advertisement
খেজুর গুড় তৈরির যখন ঋতু আসে তখন মহল প্রস্তুতকারকরা মহলের মধ্যেই বসবাস করেন প্রায় ২৪ ঘণ্টা। গাছের দেখভাল করা, রাত্রে গাছে উঠে হাঁড়ি বেঁধে আসা। হাঁড়ির ভিতরে বাদুড় কিংবা অন্যান্য পোকামাকড় ঢুকে পড়ছে কিনা সেটা নজর রাখা। এভাবেই প্রায় দু’ থেকে চার মাস ধরে চলে গুড় তৈরি। নদিয়া থেকে এসেছেন জিলমত শেখ। ভোর চারটে থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে খেজুর গুড়ের গন্ধ। সাম্প্রতিক কলকাতা থেকে এসেছে এক বিরাট অর্ডার, সেটাই রেডি করতে ব্যস্ত গুড়ের মহলটি।
advertisement
advertisement
আরও পড়ুন : ১৩৫ রকম মিষ্টি, ১৫৭ পদ! দেবীর অন্নকূটে প্রসাদ পেলেন ৭ হাজার ভক্ত
প্রান্তরের পর প্রান্তর ধু ধু করছে ফাঁকা জমি। রয়েছে একটি বড় পুকুর, সেই পুকুরের পাড় ঘিরে বেশ কিছু তালগাছ এবং মাঝেমধ্যে দু’ একটি খেজুর গাছ। খেজুর গাছ এক প্রকার ধন্বন্তরি একটি গাছ। এই গাছের প্রতিটি অংশ ব্যবহার করা হয় বিভিন্ন কাজে।তবে বাঁকুড়া এই খেজুরের বিশেষ ব্যবহার রয়েছে, এবং সেটি হল নলেন গুড় তৈরি। এই নলেন গুড় দিয়ে তৈরি করা হয় রকমারি মিষ্টি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nolen Gur in Winter: ধু ধু মাঠে খেজুরগাছের সারি, শীতে গলানো সোনার মতো নলেন গুড় পেতে বাঁধা হল হাঁড়ি
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement