Jagaddhatri Puja Annakut 2024: ১৩৫ রকম মিষ্টি, ১৫৭ পদ! দেবীর অন্নকূটে প্রসাদ পেলেন ৭ হাজার ভক্ত

Last Updated:

Jagaddhatri Puja Annakut 2024: এখানে রয়েছে মায়ের মন্দির এবং ভিয়েতনামি পাথরের তৈরি জগদ্ধাত্রী প্রতিমা। এ বছর এই পুজো ৫৭ বছরে পা রেখেছে। বেশ কয়েক বছর আগে এখানে রাজস্থান থেকে ১৮ লক্ষ টাকা দামের পাথরের মূর্তি এনে প্রতিষ্ঠা করা হয়েছে।

+
১২০০

১২০০ রকমের পদে দেবীর অন্নকূট

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: চন্দনগরের সঙ্গে তাল মিলিয়ে সোনারপুরেও জগদ্ধাত্রী পুজোয় উৎসবের আমেজ। দক্ষিণ ২৪ পরগনা বেশিরভাগ জায়গায় নবমীর দিন জগদ্ধাত্রী পুজো হলেও অনেক জায়গাতেই চন্দনগরের মতো সাড়ম্বরে সপ্তমী থেকে পুজো হয়। সোনারপুরের বিখ্যাত এবং সব থেকে পুরনো জগদ্ধাত্রী পুজো হয় বৈকন্ঠপুরে। এখানে বৈকন্ঠপুর সাধারণ সম্মেলনীর উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়।
এখানে রয়েছে মায়ের মন্দির এবং ভিয়েতনামি পাথরের তৈরি জগদ্ধাত্রী প্রতিমা। এ বছর এই পুজো ৫৭ বছরে পা রেখেছে। বেশ কয়েক বছর আগে এখানে রাজস্থান থেকে ১৮ লক্ষ টাকা দামের পাথরের মূর্তি এনে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে মায়ের নিত্যপুজোও হয়। তবে এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য নবমীর দিন মায়ের অন্নকূট। গত বছর ১২০০ রকমের পদ দিয়ে মাকে অন্নকূট দেওয়া হয়। অন্নকূট নামে বিশেষ পরিচিত। তিন দিন এই এলাকার মানুষেরা উৎসবের আমেজের মেতে ওঠে। প্রায় গ্রামের সাত হাজার মানুষ মায়ের এই অন্নভোগ গ্রহণ করে।
advertisement
আরও পড়ুন : হাতে কাঁড়ি কাঁড়ি টাকা! চটজলদি বড়লোক! কোটিপতি হয়ে টাকার পাহাড়ে বসে থাকেন লক্ষ্মীর বরপুত্র এই ৮ রাশি
এছাড়াও মায়ের এই অন্নকূট দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন বৈকন্ঠপুরে মায়ের এই পুজো মণ্ডপে। এই অন্নকূটে মাকে দেওয়া হয় ১৩৫ রকমের মিষ্টি। ১৫৭ রকমের বিভিন্ন পদের রান্না। ৪৮ রকমের সব্জি। ১৫ রকমের আচার, ১০ রকমের চাটনি, ১৭ রকমের শাকভাজা। ৩৩ রকমের ফলমূল সহ বিভিন্ন রকমের স্ন্যাক্স, ১৮০ রকমের চিপস, বাদাম ও অনান্য খাদ্য। বেনারসি-সহ ১২০টি শাড়ি ও ১১৭ রকমের বিভিন্ন প্রসাধনী যা দান করে দেওয়া হয়। মায়ের ভোগ বিতরণ প্রসাদ পাওয়ার জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরের দর্শন করে এবং প্রসাদ গ্রহণ করেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagaddhatri Puja Annakut 2024: ১৩৫ রকম মিষ্টি, ১৫৭ পদ! দেবীর অন্নকূটে প্রসাদ পেলেন ৭ হাজার ভক্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement