জলসীমা লঙ্ঘন করায় ২মাস ধরে আটক! ১৯ বাংলাদেশি মৎস্যজীবীকে পুশব্যাকের নির্দেশ আদালতের
- Published by:Rachana Majumder
- local18
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
জলসীমা লঙ্ঘন করে ভারতে প্রবেশ করার অভিযোগে ১৯ বাংলাদেশী মৎস্যজীবীকে করা হবে পুশব্যাক। সেই নির্দেশ ইতিমধ্যে দিয়েছে আদালত। বাংলাদেশী মৎস্যজীবীরা আলিপুর কোর্টে নিজেদের দোষ স্বীকার করেছে।
আলিপুর: জলসীমা লঙ্ঘন করে ভারতে প্রবেশ করার অভিযোগে ১৯ বাংলাদেশি মৎস্যজীবীকে করা হবে পুশব্যাক। সেই নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশি মৎস্যজীবীরা আলিপুর কোর্টে নিজেদের দোষ স্বীকার করেছে।
আদালতে ‘দোষ’ কবুল করায় ১৯ জন বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে দ্রুত সে দেশে পুশব্যাক করার নির্দেশ দিয়েছে আদালত। আলিপুরের অষ্টম বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (জেএম) অর্ণব মুখোপাধ্যায় ওই নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করে ২০ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা ও পুলিশ প্রশাসনকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্ত ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবী ৬৭ দিন জেল হাজতে ছিলেন। বর্তমানে তাঁদের আদালত পুশব্যাক করার নির্দেশ দিয়েছে। তাঁদের পুশব্যাক করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন।
advertisement
চলতি বছরের ১৪ সেপ্টেম্বর ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবী ট্রলার নিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়েন। এরপর টহলরত বিএসএফের হাতে তাঁরা ধরা পড়েন তাঁরা। তাঁদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও চুরির মামলা দায়ের করা হয়। এই ঘটনায় মৎস্যজীবীদের গ্রেফতারের পাশাপাশি তাঁদের ট্রলার ও মাছ ধরার আনুষঙ্গিক জিনিসপত্র ছাড়াও উদ্ধার হয় প্রায় ৪০০ কেজি মাছ। এই ঘটনায় পুলিশ তদন্ত শেষ করে আলিপুর আদালতে ১৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করে।
advertisement
advertisement
মামলায় সাক্ষী করা হয় ছ’জনকে। বিচার প্রক্রিয়া শুরুর মুখে ধৃতদের আইনজীবীরা আদালতে বলেন, ‘আবহাওয়া খারাপ থাকার ওই বাংলাদেশি মৎস্যজীবীরা ভুল করে ভারতের জল সীমানায় প্রবেশ করেছিলেন। এনিয়ে তাঁরা আদালতের কাছে দোষ স্বীকার করছেন।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 12:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলসীমা লঙ্ঘন করায় ২মাস ধরে আটক! ১৯ বাংলাদেশি মৎস্যজীবীকে পুশব্যাকের নির্দেশ আদালতের

