South 24 Parganas News: গঙ্গাসাগর মেলার সঙ্গে জুড়ল ইসরোর নাম
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
গঙ্গাসাগর মেলায় নজরদারির জন্য ব্যবহার করা হবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নেভিক প্রযুক্তি, যার পুরো নাম নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলশন
গঙ্গাসাগর: এবার সাগর মেলার সঙ্গে জুড়ল ইসরোর নাম। ২০২৪-এর গঙ্গাসাগর মেলায় ব্যবহৃত হবে ইসরোর ‘নেভিক’ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে ৭ টি উপগ্রহ ও গ্রাউন্ড স্টেশনের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করা হবে, যা মেলার নজরদারির কাজে ব্যবহার করা হবে। এর ফলে পূণ্যার্থীদের নিরাপত্তার বিষয়টি আরও সুনিশ্চিত করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
গঙ্গাসাগর মেলায় নজরদারির জন্য ব্যবহার করা হবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নেভিক প্রযুক্তি, যার পুরো নাম নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলশন। এই প্রযুক্তির মাধ্যমে মেলায় আসা যানবাহন সহ সবকিছুর উপর নজর রাখা হবে। এই কথা জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সমীত গুপ্তা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রশাসন সূত্রে খবর, নেভিক প্রযুক্তি কাজে লাগাতে এবারের গঙ্গাসাগর মেলায় আসা প্রতিটি যানবাহনে ট্র্যাকার লাগানো থাকবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতেও ট্র্যাকার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে খবর যাবে প্রশাসনের কন্ট্রোল রুমে। এর ফলে কোনও সমস্যা দেখলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। এতদিন সাধারণ নেভিগেশন ব্যবস্থার উপর নির্ভর করতে হত। এবার ‘নেভিকের’ মাধ্যমে নজরদারি আরও জোরদার হবে বলে মনে করছে জেলা প্রশাসন। পাশাপাশি ভারতীয় এই নেভিগেশান সিস্টেম মেলার মাধ্যমে আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2023 5:28 PM IST







