Nadia News: ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও নেওয়া হল ক্লাস! কারণ জানলে আপনিও এমন ক্লাসে ছুটে যাবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও নেওয়া হচ্ছে ক্লাস
শান্তিপুর: ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও নেওয়া হল ক্লাস। শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে শান্তিপুর হিন্দু প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকারা স্কুলের সমস্ত ছোট ছোট ছাত্র-ছাত্রীদের এবং তাদের বাবা-মা দুইজন অভিভাবকদের নিয়েই স্কুলের মধ্যে আয়োজন করল ক্লাসের। যেখানে ছাত্র-ছাত্রীদের এবং তাদের অভিভাবকদের বোঝানো হয়, গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে। অর্থাৎ ছোট ছোট শিশুদের শরীরের কোন অংশে স্পর্শ করা উচিত নয় এবং কোন অংশে স্পর্শ করা স্বাভাবিক, সেই সম্পর্কে অবগত করা হয় এই দিন।
দিনের পর দিন সংবাদের শিরোনামে উঠে আসছে একের পর এক যৌন-নিগ্রহের মত ঘটনা। তার মধ্যে বাদ যায় না শিশুদের শারীরিক নিগ্রহও। প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের কোন অসাধু ব্যক্তির ভাবভঙ্গি কিংবা তাদের উদ্দেশ্য বোঝার সম্যক ধারণা থাকলেও ছোট ছোট শিশুদের তা বোঝার ধারণা জন্মায় না, তবে শরীরের বেশ কিছু স্পর্শকাতর জায়গায় স্পর্শ করলে তারা বুঝতে পারে তার সঙ্গে কিছু একটা খারাপ হচ্ছে, কিন্তু কখনও পারিপার্শ্বিক চাপ কিংবা ভয়ে তারা সেগুলি বলে উঠতে পারে না তাদের অভিভাবকদের। সেই সম্পর্কেই ধ্যান ধারণা দেওয়ার জন্য স্কুলের এই উদ্যোগ বলে জানা যায়।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা গোস্বামী সেন বলেন, “সোমবার পাঁচজন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্র-ছাত্রী ও তাদের বাবা এবং মা উভয়কে নিয়েই এই সচেতনতার শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ছেলেমেয়েরা কোন এক প্রাইভেট টিউটরের কাছে যেতে চাইছে না। কিংবা পাড়ার কোন দোকানে কিংবা আত্মীয় বা প্রতিবেশী কারো কাছে যেতে অনীহা বোধ করছে, যেহেতু তারা সঠিকভাবে তাদের সমস্যা বোঝাতে পারছে না তাদের অভিভাবকদের সেই কারণে অভিভাবকেরাও সেটি এড়িয়ে যান। আসল কারণ খুঁজে পান না তারা। সেই কারণেই আমাদের এই উদ্যোগ। শুধু ভাল এবং খারাপ স্পর্শই নয়, অনেক সময় দেখা যায় ছোট ছোট ছেলেমেয়েদের সামনে বাড়িতে তাদের অভিভাবকেরা কিংবা বাইরে যুবক যুবতীরাও কটু ভাষা অর্থাৎ গালিগালাজ ব্যবহার করেন তাদের কথার মধ্যে। সেই কটু ভাষাটি সম্পর্কে ধারণা না থাকলেও ছোট ছোট শিশুরা সেই বাক্য তাদের সামাজিক জীবনে ব্যবহার করে থাকে, সেই সমস্ত বিষয় নিয়েও এদিন আলোচনা করা হয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, “ভবিষ্যতেও আমরা এই ধরনের সচেতনতার আলোচনা শিবির করব এবং আমাদের ইচ্ছে রয়েছে শান্তিপুর শহর এবং গ্রামাঞ্চলের প্রত্যেকটি সরকারি ও বেসরকারি বিদ্যালয়, তারা যদি আগ্রহ প্রকাশ করে আমরা সেখানে গিয়েও শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে এই আলোচনা শিবির আয়োজন করব।”
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 03, 2025 2:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও নেওয়া হল ক্লাস! কারণ জানলে আপনিও এমন ক্লাসে ছুটে যাবেন
