রাতে মেঠো ইদুঁর ভেবে ভুল করেছিলেন সকলে, সকালে দেখা গেল বিশাল সজারু ঘুরছে এলাকায়! গলসীতে তুুমুল হইচই
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Big Porcupine Rescue : প্রথমে মেঠো ইঁদুর ভেবেছিলেন গ্রামবাসীরা,পরে গলসীর লোকালয় থেকে উদ্ধার বিশাল আকারের সজারু।
advertisement
গলসীর ভাসাপুর গ্রাম থেকে উদ্ধার হল একটি প্রাপ্ত বয়স্ক সজারু। বুধবার রাতেই বাগদি পাড়া সংলগ্ন গোরস্থানের কাছে প্রানীটিকে ঘুরতে দেখেন স্থানীয়রা।প্রথমে তারা মনে করেছিলেন এটি হয়ত মেঠো ইঁদুর। এরপর ফের সকালে গ্রামেরই চকপুলের কাছে একটি ঝোপের মধ্যে আবারও প্রাণীটিকে দখতে পান।দেখার পরই গ্রামবাসীদের একাংশ প্রাণীটিকে ধরতেই দেখেন এটি একটি পুর্ণবয়স্ক সজারু।
advertisement
advertisement
advertisement
