Summer Tourism: হাতে সময় কম, গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান! টুক করে ঘুরে আসুন এই জায়গা, কম খরচে প্রাণ জুড়িয়ে যাবে

Last Updated:
গরমের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? হাতে বেশি সময় না থাকলে বা দুটো রাতের মত সময় থাকলেও হবে, তাহলেই একদম কম খরচে টুক করে ঘুরে যান নদিয়া মাজদিয়া।
1/7
এবার গরমের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? হাতে বেশি সময় না থাকলে বা দুটো রাতের মতন সময় থাকলেও হবে, তাহলেই একদম কম খরচাতে টুক করে ঘুরে যান নাদিয়া মাজদিয়া থেকে। (প্রতিবেদন: মৈনাক দেবনাথ)
এবার গরমের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? হাতে বেশি সময় না থাকলে বা দুটো রাতের মত সময় থাকলেও হবে, তাহলেই একদম কম খরচে টুক করে ঘুরে যান নদিয়া মাজদিয়া। (প্রতিবেদন: মৈনাক দেবনাথ)
advertisement
2/7
কলকাতা থেকে ১২০ কিলোমিটার দূরে গেদে লাইনে বাংলাদেশ বর্ডারের কাছে এই অখ্যাত ছোট ভালোবাসার গ্রাম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। ছোট এই গ্রাম্য রিসর্টের সবকটি রুম শীততাপ নিয়ন্ত্রিত।
কলকাতা থেকে ১২০ কিলোমিটার দূরে গেদে লাইনে বাংলাদেশ বর্ডারের কাছে এই অখ্যাত ছোট ভালবাসার গ্রাম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। ছোট এই গ্রাম্য রিসোর্টের সবকটি রুম শীততাপ নিয়ন্ত্রিত।
advertisement
3/7
রিসর্টের মধ্যে রয়েছে সুইমিং পুল এবং বোটিং ফিশিংয়ের জন্য রয়েছে পুকুর। বাচ্চাদের খেলাধুলা করার জন্য রয়েছে ছোট্ট একটা প্লে গ্রাউন্ড। শহরের পরিবেশে থাকতে থাকতে বোর হয়ে গেলে ঘুরে যান এই নিরিবিলি গ্রামের পরিবেশ থেকে।
রিসর্টের মধ্যে রয়েছে সুইমিং পুল এবং বোটিং ফিশিংয়ের জন্য রয়েছে পুকুর। বাচ্চাদের খেলাধুলা করার জন্য রয়েছে ছোট্ট একটা প্লে গ্রাউন্ড। শহরের পরিবেশে থাকতে থাকতে বোর হয়ে গেলে ঘুরে যান এই নিরিবিলি গ্রামের পরিবেশ থেকে।
advertisement
4/7
রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। মোটামুটি ১৫০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন রুম। চাইলে নিতে পারেন শীততাপ নিয়ন্ত্রিত রুমও। গরম জলের জন্য রয়েছে বাথরুমে গিজারের ব্যবস্থাও।
রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। মোটামুটি ১৫০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন রুম। চাইলে নিতে পারেন শীততাপ নিয়ন্ত্রিত রুমও। গরম জলের জন্য রয়েছে বাথরুমে গিজারের ব্যবস্থাও।
advertisement
5/7
সারাদিনের খাওয়া দাওয়ার সমস্ত বন্দোবস্ত রিসোর্টের মধ্যেই আছে। সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষার ঘেরাটোপে রয়েছে এই রিসোর্ট। পরিবার, আত্মীয়, বন্ধু এমনকি বয়স্ক বাবা-মা থাকলেও স্বাচ্ছন্দে কাটাতে পারবেন আপনি এখানে আপনার ছুটির দিনগুলি।
সারাদিনের খাওয়া দাওয়ার সমস্ত বন্দোবস্ত রিসোর্টের মধ্যেই আছে। সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষার ঘেরাটোপে রয়েছে এই রিসোর্ট। পরিবার, আত্মীয়, বন্ধু এমনকি বয়স্ক বাবা-মা থাকলেও স্বাচ্ছন্দে কাটাতে পারবেন আপনি এখানে আপনার ছুটির দিনগুলি।
advertisement
6/7
যদি ভাবেন যে এখানে দুটো রাত থেকে আপনি কি করবেন তাহলে বলে রাখি এখানে থেকে আপনি ফুলিয়া ঘুরে শাড়ি কিনতে পারবেন, কৃষ্ণনগর ঘুরতে পারবেন, শিবনিবাস ঘুরতে পারবেন যেখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে, একটু আরও দূরে যেতে চাইলে মায়াপুরও ঘুরে আসতে পারবেন, কাছেই বাংলাদেশ বর্ডার, সেখানেও একটু ঢুঁ মেরে আসতে পারেন।
যদি ভাবেন যে এখানে দুটো রাত থেকে আপনি কি করবেন তাহলে বলে রাখি, এখানে থেকে আপনি ফুলিয়া ঘুরে শাড়ি কিনতে পারবেন, কৃষ্ণনগর ঘুরতে পারবেন, শিবনিবাস ঘুরতে পারবেন, যেখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে, একটু আরও দূরে যেতে চাইলে মায়াপুরও ঘুরে আসতে পারবেন, কাছেই বাংলাদেশ বর্ডার, সেখানেও একটু ঢুঁ মেরে আসতে পারেন।
advertisement
7/7
কীভাবে আসবেন: শিয়ালদহ থেকে গেদে লোকাল ধরে আপনাকে নামতে হবে মাজদিয়া স্টেশনে। এরপর সেখান থেকে ব্যাটারি চালিত ই রিক্সা কিংবা অটো করে চলে আসতে পারবেন আপনি এই রিসর্টে।
কীভাবে আসবেন: শিয়ালদহ থেকে গেদে লোকাল ধরে আপনাকে নামতে হবে মাজদিয়া স্টেশনে। এরপর সেখান থেকে ব্যাটারি চালিত ই-রিক্সা কিংবা অটো করে চলে আসতে পারবেন আপনি এই রিসোর্টে।
advertisement
advertisement
advertisement