Nadia News: বাসস্ট্যান্ডে পড়ে একটা ব্যাগ, কী ছিল তাতে জানেন! বাসকর্মী খুলে দেখেই যা করলেন, ধন্য ধন্য করছে নদিয়ার মানুষ
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Nadia News: যাত্রী প্রতীক্ষালয়ে পড়ে রয়েছে ব্যাগ! খুলতেই চক্ষু চড়ক গাছ বাস চালকের।
মৈনাক দেবনাথ, করিমপুর: সততার নজির। সোনার গয়না সমেত হারানো ব্যাগ ফিরিয়ে দিলেন বাসকর্মী! নদিয়া জেলার করিমপুরে এক বাসকর্মীর সততা ফের জয় করল সকলের হৃদয়। করিমপুর নতুন বাসস্ট্যান্ডে সোনার গয়না ও গুরুত্বপূর্ণ নথিপত্র-সহ একটি ব্যাগ আসল মালিকের হাতে তুলে দিলেন বাসকর্মী পরিতোষ বিশ্বাস। ঘটনাটি ঘটেছে দুর্লভপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হালদার ও পূজা হালদারের সঙ্গে। জানা গিয়েছে, তারা সোমবার বগুড়ায় বেড়াতে যাচ্ছিলেন। করিমপুর বাসস্ট্যান্ডে তাঁদের ছেলেকে পোলিও খাওয়ানোর সময় অসাবধানবশত ব্যাগটি ফেলে রেখে চলে যান তাঁরা।
এরপর বাসস্ট্যান্ডে পরিতোষ বিশ্বাসের চোখে পড়ে ওই ব্যাগটি। প্রথমে সন্দেহজনক বস্তু ভেবে তিনি তা খুলে দেখেননি। কিন্তু এরপর দীর্ঘক্ষণ ব্যাগের মালিককে খুঁজে না পেয়ে ব্যাগ খুলে তিনি দেখেন, ব্যাগের মধ্যে রয়েছে কিছু টাকা পয়সা, সোনার গয়না এবং জরুরি নথিপত্র! সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ব্যাগটি তুলে দেন করিমপুর থানার আইসি সেকান্দার আলমের হাতে। পুলিশ ব্যাগ খুলে তাতে থাকা ভোটার কার্ড ও আধার কার্ড দেখে মালিকদের সঙ্গে যোগাযোগ করে থানায় আসার অনুরোধ জানায়। দম্পতি থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রমাণ দেখিয়ে ব্যাগটি ফেরত পান।
advertisement
আরও পড়ুন: ‘খেলা’ দেখালেন লাভলী মৈত্র! বিজেপি ছাড়লেন বড় নেতা, যোগ তৃণমূলে! জানেন কে সেই নেতা? নাম শুনে চমকে উঠবেন
advertisement
ব্যাগে থাকা টাকা-পয়সা ও সোনার গয়না অক্ষত অবস্থায় ফিরে পেয়ে খুশিতে আপ্লুত বাচ্চু ও পূজা। তাঁরা জানান, ব্যাগটি ফেরত পাওয়ার আশা তাঁরা প্রায় ছেড়েই দিয়েছিলেন। ঘটনাটির পর করিমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পরিতোষ বিশ্বাসের সততা ও দায়িত্ববোধের প্রশংসা করে তাঁকে পুরস্কৃত করেন। এলাকার মানুষও তাঁর এই মানবিকতার জন্য তাঁকে অভিনন্দন জানান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 13, 2025 4:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বাসস্ট্যান্ডে পড়ে একটা ব্যাগ, কী ছিল তাতে জানেন! বাসকর্মী খুলে দেখেই যা করলেন, ধন্য ধন্য করছে নদিয়ার মানুষ










