৫ কোটি ৪২ লক্ষ টাকার সোনার বিস্কুট! নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফের জালে পড়ল চোরাচালানকারী

Last Updated:

নদিয়ার কৃষ্ণগঞ্জের বাগানপাড়া থেকে ৩৬টি সোনার বিস্কুটসহ এক ভারতীয় চোরাচালানকারীকে গ্রেফতার করল BSF, উদ্ধার সোনার ওজন ৪.০৫ কেজি, মূল্য ৫ কোটি ৪২ লক্ষ টাকা।

নদিয়ার কৃষ্ণগঞ্জে ৩৬টি সোনার বিস্কুটসহ ভারতীয় চোরাচালানকারী গ্রেফতার
নদিয়ার কৃষ্ণগঞ্জে ৩৬টি সোনার বিস্কুটসহ ভারতীয় চোরাচালানকারী গ্রেফতার
রঞ্জিত সরকার, নদিয়া: নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর সীমান্তের বাগানপাড়া এলাকা থেকে ৩৬টি সোনার বিস্কুটসহ এক ভারতীয় চোরাচালানকারীকে গ্রেফতার করল BSF-এর ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ৪.০৫ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৪২ লক্ষ টাকা।
BSF সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বাগানপাড়া এলাকায় ওঁৎ পেতে বসে ছিল। নির্দিষ্ট সময়ে ওই চোরাচালানকারী সোনার বিস্কুট নিয়ে সীমান্তবর্তী এলাকায় পৌঁছতেই তার আচরণে সন্দেহ হয়। এরপর BSF জওয়ানরা তাকে ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ চোরাই সোনা উদ্ধার করে।
advertisement
advertisement
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে BSF এর ৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওঁত পেতেছিল। ধৃত চোরাচালানকারী সোনার বিস্কুট-সহ বাগানপাড়া এলাকায় আসতেই সন্দেহ হয়। চোরাচালানকারীকে ঘিরে ফেলে BSF এর ৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। তার পর তাঁর কাছ থেকে তল্লাশী করে ওই বিপুল পরিমাণ চোরাই সোনার বিস্কুট উদ্ধার করে BSF। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু। উদ্ধার হওয়া সোনা ও ধৃত চোরাচালানকারীকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫ কোটি ৪২ লক্ষ টাকার সোনার বিস্কুট! নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফের জালে পড়ল চোরাচালানকারী
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement