৫ কোটি ৪২ লক্ষ টাকার সোনার বিস্কুট! নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফের জালে পড়ল চোরাচালানকারী
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
নদিয়ার কৃষ্ণগঞ্জের বাগানপাড়া থেকে ৩৬টি সোনার বিস্কুটসহ এক ভারতীয় চোরাচালানকারীকে গ্রেফতার করল BSF, উদ্ধার সোনার ওজন ৪.০৫ কেজি, মূল্য ৫ কোটি ৪২ লক্ষ টাকা।
রঞ্জিত সরকার, নদিয়া: নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর সীমান্তের বাগানপাড়া এলাকা থেকে ৩৬টি সোনার বিস্কুটসহ এক ভারতীয় চোরাচালানকারীকে গ্রেফতার করল BSF-এর ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ৪.০৫ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৪২ লক্ষ টাকা।
BSF সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বাগানপাড়া এলাকায় ওঁৎ পেতে বসে ছিল। নির্দিষ্ট সময়ে ওই চোরাচালানকারী সোনার বিস্কুট নিয়ে সীমান্তবর্তী এলাকায় পৌঁছতেই তার আচরণে সন্দেহ হয়। এরপর BSF জওয়ানরা তাকে ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ চোরাই সোনা উদ্ধার করে।
advertisement
advertisement
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে BSF এর ৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওঁত পেতেছিল। ধৃত চোরাচালানকারী সোনার বিস্কুট-সহ বাগানপাড়া এলাকায় আসতেই সন্দেহ হয়। চোরাচালানকারীকে ঘিরে ফেলে BSF এর ৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। তার পর তাঁর কাছ থেকে তল্লাশী করে ওই বিপুল পরিমাণ চোরাই সোনার বিস্কুট উদ্ধার করে BSF। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু। উদ্ধার হওয়া সোনা ও ধৃত চোরাচালানকারীকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
December 05, 2025 5:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫ কোটি ৪২ লক্ষ টাকার সোনার বিস্কুট! নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফের জালে পড়ল চোরাচালানকারী

