পাশাপাশি বাস-ট্রাক্টর, মুহূর্তে ঘটে গেল বিপত্তি! যুবকের হাত কেটে পড়ল রাস্তায়, তারপর...

Last Updated:

বহরমপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সরকারি বাস ও ট্রাকের সংঘর্ষে কাটা গেল এক যাত্রীর হাত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১২ নম্বর জাতীয় সড়কের রাধারঘাট মোড় ও রেলগেটের মাঝে।

বাস
বাস
হরিহরপাড়া, কৌশিক অধিকারী: বহরমপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সরকারি বাস ও ট্রাকের সংঘর্ষে কাটা গেল এক যাত্রীর হাত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১২ নম্বর জাতীয় সড়কের রাধারঘাট মোড় ও রেলগেটের মাঝে। কাটা হাত নিয়ে হাসপাতালে ছুটে গেলেন আহত যাত্রী। হৈ চৈ কাণ্ড পড়ে গেল মুর্শিদাবাদে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে যাত্রার সময় এক যুবকের হাত ছিল জানালার বাইরে। সংঘর্ষের জেরে হাত কেটে রাস্তায় পড়ে যায়। আহতকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচ্ছিন্ন হাতও নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহত যুবক। যদিও চিকিৎসকেরা জানিয়েছে, বিষয়টি উপর নজরদারি করে দ্রুততার সঙ্গে অপারেশন কাজ শুরু করা হয়েছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম রাফসান সেখ (২৬), বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুরে। এই ঘটনায় বাস ও ট্রাক দু’টি আটক করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে। পুলিশ এও জানিয়েছে, এদিন রাফসান সেখ তিনি কাজে যাচ্ছিলেন বাসে করে। কিন্তু বাসের বাইরে হাত রাখার কারণেই হাত কেটে পড়ে যায়। আর এই ঘটনার পর বাসের অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বাকি যাত্রীরা ছুটে এসে তড়িঘড়ি আহত অবস্থায় ঐ বাস যাত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাসের যাত্রীরা জানিয়েছেন, বাসের গতিবেগ দ্রুত ছিল। সঙ্গে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। বাস মালিকরা জানিয়েছেন, “আমরা যাত্রীদের সাবধান করে থাকি। বাসের বাইরে হাত রাখতে নিষেধাজ্ঞা করা হয়। তবুও অনেক যাত্রীরা কথা না শোনার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।”
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাশাপাশি বাস-ট্রাক্টর, মুহূর্তে ঘটে গেল বিপত্তি! যুবকের হাত কেটে পড়ল রাস্তায়, তারপর...
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement