ভুলে যাবেন মুরগি-মাটন! শুধু পাতে থাকতে হবে বাঁকুড়ার 'এই' ছাতু, পাবেন কয়েকটা দিন, জানুন দাম

Last Updated:

জঙ্গলমহলের মানুষেরা ভোররাত থেকে উঠে গভীর জঙ্গলে পাড়ি দিয়ে সেইখান থেকে এই ছাতু সংগ্রহ করে নিয়ে আসে।

+
কাড়ান

কাড়ান ছাতু বা অষ্টমী ছাতু

জঙ্গলমহল, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বছরের এই সময়টাতে গভীর জঙ্গলে গেলে দেখা মেলে এক সুস্বাদু মাশরুমের, যা বছরে এই একটা সময় পাওয়া যায় অর্থাৎ ভাদ্র মাসের অষ্টমী তিথি সংলগ্ন সময় কয়েকটা দিন ধরেই এই ছাতু ওঠে। স্থানীয় ভাষায় এই ছাতুকে বলা হয় কাড়ান ছাতু বা অষ্টমী ছাতু। এমনিতেই বছরের একটা সময় এই ছাতু পাওয়া যায় বলে স্বাভাবিকভাবে এর দাম অনেকটাই বেশি থাকে। ৫০০ থেকে ৮০০ টাকা কিলো পর্যন্ত বিক্রি হয়। কিন্তু এবার বাজারে ব্যাপক আকারে এই ছাতুর আমদানি হওয়ায় দামটা অনেকটাই কম।
জঙ্গলমহলের মানুষেরা ভোররাত থেকে উঠে গভীর জঙ্গলে পাড়ি দিয়ে সেখান থেকে এই ছাতু সংগ্রহ করে নিয়ে আসে। সারা বছরে ভাদ্র মাসের কয়েকটা দিন এই ছাতু পাওয়া যায় বলেই স্বাভাবিকভাবে মানুষ অপেক্ষায় থাকে এই ছাতু ওঠার। অনেকের কাছে এই ছাতু মাছ মাংসের চেয়েও প্রিয়। ছাতুর ব্যাপক আমদানি হয়েছিল। এর জেরেই কয়েকদিন ধরেই সকাল থেকে জনতার ঢল নামেছে খাতড়ার বিভিন্ন বাজারগুলিতে এই অষ্টমী ছাতু কেনার জন্য।
advertisement
advertisement
বাঁকুড়ার কাড়ান ছাতুর ঝাল করার ক্ষেত্রে সর্ষের সঙ্গে বেটে রাখতে হয় কাঁচালঙ্কা। তারপর কাটা, পরিষ্কার করা কাড়ান ছাতু কড়াইয়ে বসিয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, হলুদ, নুন দিয়ে আগেই প্রস্তুত তৈরি বাটা দিয়ে ঝাল করা হয়। পেঁয়াজ -রসুন‌ও দেওয়া হয় এই খাবারে। অনেকটা মাংসের মত। দামে একটু বেশি হলেও, স্বাদের কারণে মানুষ অত্যন্ত পছন্দ করেন কাড়ান ছাতু। অনেকে আবার মাংসের মতো কষে রান্না করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জীবনকে বিপন্ন করে গভীর জঙ্গল থেকে সংগ্রহকারীরা সাধারণ মানুষকে এই ছাতু কেনার সুযোগ করে দিতে পেরে যেমন একদিক থেকে খুশি, তেমনই ন্যায্য দাম না পাওয়ার একটা আক্ষেপও রয়ে গেল। তবে বিষয় যাই হোক না কেন, বছরের এই একটা সময় এই মরশুমি মাসরুমকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। যদি এই ছাতুর স্বাদ গ্রহণ করতে চান আপনাকে অবশ্যই আসতে হবে জঙ্গলমহল সহ বাঁকুড়ার বিভিন্ন এলাকায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভুলে যাবেন মুরগি-মাটন! শুধু পাতে থাকতে হবে বাঁকুড়ার 'এই' ছাতু, পাবেন কয়েকটা দিন, জানুন দাম
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement