Murshidabad News: ৩ বন্ধু মিলে পুকুরে স্নান করতে যাওয়াই কাল! অকালে প্রাণ গেল অষ্টম শ্রেণীর পড়ুয়ার
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল পড়ুয়ার
মুর্শিদাবাদ: তিনবন্ধু মিলে বাড়ির কাছেই স্হানীয় একটি পুকুরে স্নান করতে নেমেছিলেন। কিন্তু স্নান করে আর বাড়ি ফেরা আর হল না। এক কিশোর পুকুরে তলিয়ে গেলেন। মর্মান্তিক মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কাদামাটি এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম প্রহ্লাদ হাজরা।
জানা গিয়েছে, বহরমপুরের কাদামাটি এলাকায় আজকে তিন বন্ধু মিলে একসঙ্গে স্নান করতে নেমেছিলেন। কিন্তু দু’জন বন্ধু উঠে এলেও হঠাৎই তলিয়ে যায় প্রহ্লাদ হাজরা। অনেক খোঁজাখুঁজি করলেও মেলেনি সন্ধান। পরে স্হানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় ডুবুরিকে। ডুবরি টিম এসে খোঁজাখুঁজি করে উদ্ধার করা হয় প্রহ্লাদকে। তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
advertisement
advertisement
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, অষ্টম শ্রেণির ছাত্র ছিল প্রহ্লাদ। তিনজন বন্ধু মিলে হঠাৎই ঠিক করে গরমের কারণে পুকুরে গিয়ে স্নান করবে। কিন্তু সেই ভাবে সাঁতার জানত না প্রহ্লাদ। আর সেই কারণেই পুকুরের গভীর খাদ থাকার কারণে তলিয়ে যায় চোখের নিমেষেই। অনেক খোঁজাখুঁজি করা হলেও প্রথমে সন্ধান পাওয়া যায় নি। অবশেষে সন্ধান মেলে। পরিবারের কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 10, 2025 2:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ৩ বন্ধু মিলে পুকুরে স্নান করতে যাওয়াই কাল! অকালে প্রাণ গেল অষ্টম শ্রেণীর পড়ুয়ার








