Pithe Puli Utsav: শীত জমে ক্ষীর বারুইপুরে, ২০ রকমের পিঠেপুলি নিয়ে শুরু পিঠেপুলি উৎসব! চেখে দেখার সুযোগ মাত্র কয়েকদিন
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
South 24 Parganas News Pithe Puli Utsav: শীতের শুরুতে বারুইপুরবাসীকে উপহার দিল বারুইপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাব। ইলিশ উৎসবের পর পিঠে পুলি উৎসব ২০২৫।
দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, সুমন সাহা: শীতের শুরুতে বারুইপুরবাসীকে উপহার দিল বারুইপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাব। ইলিশ উৎসবের পর পিঠে পুলি উৎসব ২০২৫, এবারের পিঠে পুলি উৎসবে থাকছে দুধপুলি, ভাপা পিঠে, রসবড়া, নারকেল পিঠে, শুকনো পিঠে নারকেল পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া নলেন গুড়ের রসগোল্লা, জয়নগরের মোয়া, এছাড়া আরও থাকছে বহু রকমের পিঠা, সব মিলিয়ে প্রায় ২০ রকমের পিঠেপুলি সম্ভার থাকছে এই পিঠেপুলি উৎসব। চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।
ঐতিহ্য ও মরশুমের সামঞ্জস্য রেখে বারুইপুরের মানুষ উৎসব পালন করে, আর এই পিঠে পুলি উৎসব অসাধারণ। নিজে পিঠে কিনে খেয়ে মন্তব্য বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের। বর্তমানে পিঠে পুলি খাওয়ার ধুম লেগে যায় শীত পড়ার মুহূর্ত থেকেই। এর সঙ্গে রয়েছে খেজুর গুড়। বলতে না বলতেই জিভ দিয়ে জল গড়িয়ে যাওয়ার জোগাড়। বাঙালির পেটে কি শুধু পিঠে সয়? যদি মতামত নেওয়া যায় তবে আপনি কোন পক্ষে?
advertisement
advertisement
এই নিয়ে বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ বলেছেন শীতকালে পিঠের গুরুত্ব সবচেয়ে বেশি। আবার কেউ বলেছেন শীতকালে পিঠেই সব নয়। বাইরের খাবারেরও গুরুত্ব আছে। ফাস্টফুডের রমরমা। হারিয়ে যাওয়ার উপক্রম বাঙালির সাধের পিঠে-পুলি, এমনকি গ্রামবাংলাতেও। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের পদ্মপুকুরে ,বারুইপুরবাসীদের শীতের আমেজকে আরও অন্য মাত্রা যোগ করার জন্য শুরু হল পিঠে পুলি উৎসব।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মন মুখরিত রকমারি পিঠের পুলির পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। ভোজন রসিক বাঙালিদের শীতের মরশুমে মন জয় করে নিচ্ছে লোভনীয় পিঠা পুলি। চেটে-পুটে নানা স্বাদের পিঠে খেল কচিকাঁচারা। পিঠে চাখা থেকে বাদ যাননি প্রবীণরাও। কালের নিয়মে নানা কারণে সে স্বাদ থেকে বঞ্চিত অধিকাংশ বাঙালি। আর মিললেও আগেকার দিনের পিঠে পুলির স্বাদ যেন সোনার পাথর-বাটি। সে স্বাদ জানেই না বর্তমান প্রজন্মের কচিকাঁচারা। সেই অপূর্ণতা মেটাতেই এ ধরনের পিঠে পুলি উৎসবের আয়োজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 11, 2025 7:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pithe Puli Utsav: শীত জমে ক্ষীর বারুইপুরে, ২০ রকমের পিঠেপুলি নিয়ে শুরু পিঠেপুলি উৎসব! চেখে দেখার সুযোগ মাত্র কয়েকদিন







