Sundarbans Fruit Farming: দেশি নয় বিদেশি সবেদা চারার উপরে বেশি জোর সুন্দরবনের চাষিদের, ফলন বাড়াতে বিশেষ ভাবনা

Last Updated:
Sundarbans Fruit Farming: সুন্দরবন এলাকার বহু চাষিরা এই নারকেল সবেদা গাছ লাগাতে যেমন এগিয়ে এসেছেন, অন্যান্য চাষিদেরও এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে।
1/6
এবার এই জেলাতে বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে নারকেল জাতের সবেদা। আর এই নতুন প্রজাতির সবেদা সুন্দরবন তথা দক্ষিণ ২৪ পরগনা চাষিরা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। (তথ্য ছবি সুমন সাহা)
এবার এই জেলাতে বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে নারকেল জাতের সবেদা। আর এই নতুন প্রজাতির সবেদা সুন্দরবন তথা দক্ষিণ ২৪ পরগনা চাষিরা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/6
 এই সমস্ত এলাকাতে আগে বিঘের পর বিঘে সবেদা বাগান চাষ করতে দেখা যেত অর্থাৎ এই সমস্ত এলাকাতে বেশ কিছু চাষি আছে, তাঁরা অন্য বিভিন্ন জাতের সবেদা চাষ করে আর্থিকভাবে সচ্ছল থাকতেন। কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দেশি জাতের সবেদা চাষ করে সেভাবে লাভের মুখ দেখতে পারছিলেন না সুন্দরবনের এই সবেরা চাষিরা। (তথ্য ছবি সুমন সাহা)
এই সমস্ত এলাকাতে আগে বিঘের পর বিঘে সবেদা বাগান চাষ করতে দেখা যেত অর্থাৎ এই সমস্ত এলাকাতে বেশ কিছু চাষি আছে, তাঁরা অন্য বিভিন্ন জাতের সবেদা চাষ করে আর্থিকভাবে সচ্ছল থাকতেন। কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দেশি জাতের সবেদা চাষ করে সেভাবে লাভের মুখ দেখতে পারছিলেন না সুন্দরবনের এই সবেরা চাষিরা। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/6
তাই তারা বাধ্য হয়ে এই নারকেল সবেদা, অর্থাৎ দেশি নয় বিদেশি চারার উপরে বেশি জোর দেয়। এবং তা থেকেই আসে তাদের সাফল্য। দেশি সবেদা চাষ করে যতটা লাভ হত এবং ততটাই বিভিন্ন খরচের খাতে বেড়িয়ে যেত। এবং যার জন্য লাভের মুখ সেভাবে দেখতে পাচ্ছিলেন না এই চাষিরা। (তথ্য ছবি সুমন সাহা)
তাই তারা বাধ্য হয়ে এই নারকেল সবেদা, অর্থাৎ দেশি নয় বিদেশি চারার উপরে বেশি জোর দেয়। এবং তা থেকেই আসে তাঁদের সাফল্য। দেশি সবেদা চাষ করে যতটা লাভ হতো এবং ততটাই বিভিন্ন খরচের খাতে বেড়িয়ে যেত। এবং যার জন্য লাভের মুখ সেভাবে দেখতে পাচ্ছিল না এই চাষিরা। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/6
এই বিদেশি নারকেল সবেদা জাতের গাছ বসিয়ে অল্প খরচে অধিক ফল হচ্ছে এই গাছগুলিতে তাই তারা এই দেশি নয় বিদেশে সব এটা চাষ করে লাভের মুখ দেখতে পাচ্ছে। এবং এই সবেরা তারা শুধুমাত্র রাজ্য নয় রাজ্যের বাইরেও তারা পাঠিয়ে দিচ্ছে। (তথ্য ছবি সুমন সাহা)
এই বিদেশি নারকেল সবেদা জাতের গাছ বসিয়ে অল্প খরচে অধিক ফল হচ্ছে এই গাছগুলিতে তাই তারা এই দেশি নয় বিদেশে সব এটা চাষ করে লাভের মুখ দেখতে পাচ্ছে। এবং এই সবেরা তারা শুধুমাত্র রাজ্য নয় রাজ্যের বাইরেও তারা পাঠিয়ে দিচ্ছে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/6
 যে দেশি সবেদা দামের তুলনায় এই নারকেল জাতের সবেদার দামও ভালই পাচ্ছে এবং দেশি গাছের যে ফল হয় তা তুলনায় অধিক ফলন এই গাছে মিলছে। তাই তারা দেশি নয় বিদেশে জানার উপরে ঝুঁকছে অধিক লাভের দিশা দেখছে। (তথ্য ছবি সুমন সাহা)
যে দেশি সবেদা দামের তুলনায় এই নারকেল জাতের সবেদার দামও ভালোই পাচ্ছে এবং দেশি গাছের যে ফল হয় তা তুলনায় অধিক ফলন এই গাছে মিলছে। তাই তারা দেশি নয় বিদেশে জানার উপরে ঝুঁকছে অধিক লাভের দিশা দেখছে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
6/6
আর তাই সুন্দরবন এলাকার বহু চাষিরা এই নারকেল সবেদা গাছ লাগাতে যেমন এগিয়ে এসেছে অন্যান্য চাষিদেরও এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে। কারণ পড়ে থাকা জমিতে অল্প টাকা খরচ করে অনেক বেশি আর্থিকভাবে লাভবান হয়। কম খরচে বেশি ফলন। (তথ্য ছবি সুমন সাহা)
আর তাই সুন্দরবন এলাকার বহু চাষিরা এই নারকেল সবেদা গাছ লাগাতে যেমন এগিয়ে এসেছে অন্যান্য চাষিদেরও এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে। কারণ পড়ে থাকা জমিতে অল্প টাকা খরচ করে অনেক বেশি আর্থিকভাবে লাভবান হয়। কম খরচে বেশি ফলন।(তথ্য ছবি সুমন সাহা)
advertisement
advertisement
advertisement