Sundarbans Fruit Farming: দেশি নয় বিদেশি সবেদা চারার উপরে বেশি জোর সুন্দরবনের চাষিদের, ফলন বাড়াতে বিশেষ ভাবনা
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Sundarbans Fruit Farming: সুন্দরবন এলাকার বহু চাষিরা এই নারকেল সবেদা গাছ লাগাতে যেমন এগিয়ে এসেছেন, অন্যান্য চাষিদেরও এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে।
advertisement
এই সমস্ত এলাকাতে আগে বিঘের পর বিঘে সবেদা বাগান চাষ করতে দেখা যেত অর্থাৎ এই সমস্ত এলাকাতে বেশ কিছু চাষি আছে, তাঁরা অন্য বিভিন্ন জাতের সবেদা চাষ করে আর্থিকভাবে সচ্ছল থাকতেন। কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দেশি জাতের সবেদা চাষ করে সেভাবে লাভের মুখ দেখতে পারছিলেন না সুন্দরবনের এই সবেরা চাষিরা। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
advertisement
advertisement
advertisement






