২০৬ বোতল...! ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভয়ঙ্কর কারবার যুবকের, ঘাড় ধরে টেনে আনল পুলিশ
- Reported by:Pranab kumar Banerjee
- local18
- Published by:Madhab Das
Last Updated:
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মোটামুটি সারা বছর ধরেই কিছু না কিছু কাণ্ড ঘটে থাকে। ঠিক সেই রকমই ফের শিরোনামে এল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় থাকা মুর্শিদাবাদের রাণীনগর থানার শেখপাড়া।
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মোটামুটি সারা বছর ধরেই কিছু না কিছু কাণ্ড ঘটে থাকে। এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন জিনিস পাচার থেকে শুরু করে অনুপ্রবেশ ইত্যাদির কারণে শিরোনামে থাকতে দেখা যায় এই সকল এলাকাগুলিকে। ঠিক সেই রকমই ফের শিরোনামে এল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় থাকা মুর্শিদাবাদের রাণীনগর থানার শেখপাড়া।
মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত শেখপাড়ায় শনিবার রাতে আচমকা হানা দেয় পুলিশ। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল ওই এলাকায় বেআইনি কারবারের বিষয়ে। সেই মতো পুলিশ সেখানে হানা দিতেই এক যুবককে দেখতে পায়, যিনি সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করছিলেন।
advertisement
advertisement
মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ সন্দেহভাজন ওই যুবককে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে, আর তখনই যুবকের কাছ থেকে উদ্ধার করা হয় ২০৬ বোতল ফেনসিডিল। ফেনসিডিল হল কাফ সিরাপ, যা ডাক্তারি পরামর্শ ছাড়াও অনেকেই নেশার জন্য ব্যবহার করে থাকেন। যে কারণে এর চাহিদা অনেক এবং এগুলি বেআইনিভাবে পাচার করা হয় মোটা টাকা লাভের জন্য।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় যে যুবককে গ্রেফতার করা হয়েছে তার নাম সঞ্জীব কুণ্ডু। তিনি রাণীনগর থানা এলাকার বাসিন্দা। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার পর রবিবার পুলিশের তরফে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর আদালতে তোলা হয়। পুলিশ খতিয়ে দেখছে, কোথায় থেকে এই বিপুল পরিমাণ ফেনসিডিল আনা হয়েছে এবং সেগুলি কোথায় পাচার করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। ওই যুবক ছাড়াও এই ঘটনায় আর কে কে জড়িত তাও খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Nov 02, 2025 12:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২০৬ বোতল...! ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভয়ঙ্কর কারবার যুবকের, ঘাড় ধরে টেনে আনল পুলিশ






