রাজ্য সড়কে মুখোমুখি ২ পিকআপ ভ্যান! ভয়ঙ্কর দুর্ঘটনা, কী হল শেষমেশ

Last Updated:

ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি দুটি পিকআপ ভ্যান। পণ্য বোঝাই ওই দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক।

খাতড়া মহকুমা হাসপাতাল
খাতড়া মহকুমা হাসপাতাল
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী: ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি দুটি পিকআপ ভ্যান। পণ্য বোঝাই ওই দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক। যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রশ্ন কীভাবে ঘটল দুর্ঘটনা?
দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ভয়ঙ্কর এমন দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া সিমলাপাল রাজ্য সড়কে। শনিবার রাতে দুটি পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে ওই দুই পিকআপ ভ্যানের চালকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারানোর পরিপ্রেক্ষিতেই ওই দুটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাটি ঘটে পাঁপড়া ব্রিজের কাছে থাকা পাওয়ার হাউস এলাকায়। দুর্ঘটনাগ্রস্থ দুটি পিকআপ ভ্যানের একটি সিমলাপালের দিকে যাচ্ছিল, অন্যদিকে আরেকটি উল্টো দিক থেকে আসছিল। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ বাঁধে এবং যার ফলে দুই গাড়িচালকই গুরুতর আহত হন। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে বাঁকুড়ার খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য।
advertisement
দুর্ঘটনার পর খাতড়া সিমলাপাল রাজ্য সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় খাতড়া থানার পুলিশ এবং দুটি পিকআপ ভ্যানকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশের তরফে এই দুর্ঘটনার কারণ হিসাবে গাড়িগুলির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানা যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজ্য সড়কে মুখোমুখি ২ পিকআপ ভ্যান! ভয়ঙ্কর দুর্ঘটনা, কী হল শেষমেশ
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement