লোভে পাপ, পাপে...! টোটো কিনতে সন্তান বিক্রি? ফের একই চাল চালতেই যা হল দম্পতির

Last Updated:

টোটো কিনতে নিজের পেটের সন্তান বিক্রি! সন্তান বিক্রি করে টাকা, আর সেই টাকা লোভের কারণ হয়ে দাঁড়াতেই ফের একই পদক্ষেপ।

অভিযুক্ত বাবা-মা
অভিযুক্ত বাবা-মা
কাঁচরাপাড়া, উত্তর ২৪ পরগনা, অরুণ ঘোষ: টোটো কিনতে নিজের পেটের সন্তান বিক্রি! সন্তান বিক্রি করে টাকা, আর সেই টাকা লোভের কারণ হয়ে দাঁড়াতেই ফের একই পদক্ষেপ। তবে কথায় আছে, লোভে পাপ পাপে মৃত্যু! আর সেই লোভের পরিপ্রেক্ষিতে ফের সন্তান বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন এক দম্পতি। এমনই মারাত্মক অভিযোগ প্রতিবেশীদের।
লোভের কারণে সন্তান বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার এমন ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ফোরম্যান কলোনিতে। ঘটনার বিষয়ে জানতে পেরেই প্রতিবেশীরা অভিযুক্ত দম্পতিকে চেপে ধরেন এবং তারপরেই কোলের সন্তান ফিরে আসে। তবে ওই দম্পতি কোনওভাবেই শিকার করতে চাইছেন না যে তারা তাদের সন্তানকে বিক্রি করার উদ্দেশ্যে অন্যদের হাতে তুলে দিতে যাচ্ছিলেন।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার ওই এলাকার স্থানীয়দের দাবি অনুযায়ী, অভিযুক্ত দম্পতি নিতাই রায়ের বাড়িতে শনিবার তিনজন মহিলা আসেন। তারা বেশ কিছুক্ষণ কথা বলেন এবং তারপর বেরিয়ে যান। তাদের বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পিছু পিছু বাচ্চাটিকে নিয়ে তার মা বেরিয়ে পড়েন। এমন ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ওই দম্পতিকে চেপে ধরলে তারা দাবি করেন, ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিলেন।
advertisement
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তাহলে কী অভাবের তাড়নায় ওই দম্পতি নিজের সন্তানকে বিক্রি করার মতো পদক্ষেপ নিচ্ছিলেন? প্রতিবেশীদের অভিযোগ, এর আগেও ওই দম্পতি তাদের এক সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন এবং তার পরিবর্তে টোটো কিনেছিলেন। আর এবারও সেই একই পদক্ষেপ নিচ্ছিলেন। যদিও তাদের হাতে ধরা পড়তেই এখন ভোল বদলাচ্ছেন।
advertisement
অভিযুক্ত অরুণ রায় ও তার স্ত্রীর মোট ছয় সন্তান রয়েছে। যাদের মধ্যে চার পুত্র সন্তান ও দুই কন্যা সন্তান। সদ্য দিন কয়েক আগে হওয়া পুত্র সন্তানকেই তারা বিক্রি করতে যাচ্ছিলেন বলে অভিযোগ। যদিও নিতাই রায় জানিয়েছেন, আগের সন্তানকে তারা কোনওরকম টাকা-পয়সা ছাড়াই অন্যের হাতে তুলে দিয়েছিলেন। যদিও এসব মানতে নারাজ প্রতিবেশীরা এবং তারা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, তাদের এলাকায় থাকতে হলে এই ধরনের কোনও কাজকর্ম তারা সহ্য করবেন না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লোভে পাপ, পাপে...! টোটো কিনতে সন্তান বিক্রি? ফের একই চাল চালতেই যা হল দম্পতির
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement