Murshidabad News: সর্বনাশ! বাংলাদেশে এ কী পাচার হচ্ছিল! চক্ষু চড়কগাছ সকলের! কী মিলল জানেন?
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Murshidabad News: পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে লালগোলা থানার পুলিশ পীরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালায়।
লালগোলা, তন্ময় মণ্ডল: বাংলাদেশ পাচারের আগে আবারও নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করল লালগোলা থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে লালগোলা থানার পিরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালিয়ে ২৬০ গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করা হয়। এর পাশাপাশি দুই হেরোইন কারবারিকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জেনারুল সেখ। তার বাড়ি লালগোলা থানা এলাকায়। অপরজনের নাম সিজারুল সেখ। তার বাড়ি ভগবানগোলা থানা এলাকায়।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে লালগোলা থানার পুলিশ পীরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালায়। এরপর জেনারুল সেখ ও সিজারুল সেখ নামে দুই হেরোইন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে উদ্ধার করে ২৬০ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় ২৬ থেকে ২৮ লক্ষ টাকা।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, এই নিষিদ্ধ হেরোইন বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই হেরোইন পাচারের ছক বানচাল করে পুলিশ। ধৃতদের আজ শুক্রবার লালগোলা থানা থেকে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হবে। ধৃত হেরোইন পাচারকারীর সঙ্গে আর কে বা কারা যুক্ত; সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।
advertisement
এর আগেও লালগোলা থানা এলাকায় একাধিকবার হেরোইন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চালানো হয়েছে। আবার নতুন করে লালগোলা থানা এলাকায় সক্রিয় হেরোইন পাচারকারীরা। পুলিশ অভিযান আগামীদিনেও চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 5:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সর্বনাশ! বাংলাদেশে এ কী পাচার হচ্ছিল! চক্ষু চড়কগাছ সকলের! কী মিলল জানেন?