Murshidabad News: সর্বনাশ! বাংলাদেশে এ কী পাচার হচ্ছিল! চক্ষু চড়কগাছ সকলের! কী মিলল জানেন?

Last Updated:

Murshidabad News: পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে লালগোলা থানার পুলিশ পীরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালায়।

লালগোলায় উদ্ধার হেরোইন সহ গ্রেফতার দুই
লালগোলায় উদ্ধার হেরোইন সহ গ্রেফতার দুই
লালগোলা, তন্ময় মণ্ডল: বাংলাদেশ পাচারের আগে আবারও নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করল লালগোলা থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে লালগোলা থানার পিরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালিয়ে ২৬০ গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করা হয়। এর পাশাপাশি দুই হেরোইন কারবারিকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জেনারুল সেখ। তার বাড়ি লালগোলা থানা এলাকায়। অপরজনের নাম সিজারুল সেখ। তার বাড়ি ভগবানগোলা থানা এলাকায়।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে লালগোলা থানার পুলিশ পীরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালায়। এরপর জেনারুল সেখ ও সিজারুল সেখ নামে দুই হেরোইন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে উদ্ধার করে ২৬০ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় ২৬ থেকে ২৮ লক্ষ টাকা।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, এই নিষিদ্ধ হেরোইন বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই হেরোইন পাচারের ছক বানচাল করে পুলিশ। ধৃতদের আজ শুক্রবার লালগোলা থানা থেকে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হবে। ধৃত হেরোইন পাচারকারীর সঙ্গে আর কে বা কারা যুক্ত; সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।
advertisement
এর আগেও লালগোলা থানা এলাকায় একাধিকবার হেরোইন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চালানো হয়েছে। আবার নতুন করে লালগোলা থানা এলাকায় সক্রিয় হেরোইন পাচারকারীরা। পুলিশ অভিযান আগামীদিনেও চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সর্বনাশ! বাংলাদেশে এ কী পাচার হচ্ছিল! চক্ষু চড়কগাছ সকলের! কী মিলল জানেন?
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement