Job News : শুরু হল "সুকান্ত মজুমদার" নামের অ্যাপ, একটা ক্লিকেই জেলার ছেলেমেয়েদের জন্য বিরাট সুযোগ!

Last Updated:

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে "সুকান্ত মজুমদার" নামাঙ্কিত একটি মোবাইল অ্যাপ চালু জেলায়। চাকরির জন্য ছাত্রদের যে স্কিলের প্রয়োজন, এই অ্যাপের মাধ্যমেই বিনামূল্যে সেই সব কোর্সে ভর্তি হয়ে যোগ্য হয়ে ওঠার সুযোগ মিলবে। 

+
কর্মসংস্থানের

কর্মসংস্থানের সুযোগ 

দক্ষিণ দিনাজপুর : বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে “সুকান্ত মজুমদার” নামাঙ্কিত একটি মোবাইল অ্যাপের সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই অ্যাপটি যুবকদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ খুঁজে পেতে সহায়তা করবে। এই অ্যাপটির মাধ্যমে বেকার যুবক যুবতীরা বিভিন্ন চাকরির সুযোগ যেমন এই অ্যাপে বিভিন্ন কোম্পানি এবং সংস্থার চাকরির বিজ্ঞাপন উপলব্ধ থাকবে, মাসিক বেতন কত মিলবে তাও যুবক যুবতীরা সহজেই খুঁজে পাবে। পাশাপাশি, দক্ষতা, উন্নয়ন, প্রশিক্ষণ অর্থাৎ অ্যাপটিতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার তথ্যও পাওয়া যাবে, যা যুবকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। প্রতিটি প্রশিক্ষণ হবে কোর্স ফ্রি।
বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, “এই অ্যাপের মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতীরা বিভিন্ন চাকরির সন্ধান পাবে, চাকরির আবেদন করতে পারবে। পাশাপাশি, চাকরির জন্য ছাত্রদের যে স্কিলের প্রয়োজন, এই অ্যাপের মাধ্যমেই বিনামূল্যে সেইসব কোর্সে ভর্তি হয়ে স্কিল উন্নয়ন ও চাকরির যোগ্য হয়ে উঠতে পারবে।”
advertisement
advertisement
এই সুকান্ত মজুমদার অ্যাপটি যুবক যুবতীদের স্ব-কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় তথ্য এবং সংস্থান সরবরাহ করবে। সরকার বা অন্যান্য সংস্থা কর্তৃক প্রদত্ত ঋণ প্রকল্পের তথ্যও এই অ্যাপে পাওয়া যাবে। এমনকি এই অ্যাপটি যুবকদের কর্মজীবনের পথ বেছে নিতে এবং তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার জন্য পরামর্শ পরিষেবা সরবরাহ করবে। যদিও তা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য করেছেন, তবুও এই অ্যাপসের মাধ্যমে সমগ্র রাজ্য তথা দেশের ছাত্র-ছাত্রীরা চাকরি সুযোগ পাবে। এতে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে এবং বেকারত্ব হ্রাস হবে অনেকটাই।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job News : শুরু হল "সুকান্ত মজুমদার" নামের অ্যাপ, একটা ক্লিকেই জেলার ছেলেমেয়েদের জন্য বিরাট সুযোগ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement