জঙ্গলের মধ্যে এক প্রাইমারি স্কুল, সেখানেই হঠাৎ চলে এলেন মন্ত্রী! একসঙ্গে খেলেন মিড ডে মিল!

Last Updated:

Primary School Visit: ঝাড়গ্রামের রাধামোহনপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ হাজির মন্ত্রী বীরবহা হাঁসদা। মন্ত্রী পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, উপহার দেন ও মিড-ডে মিল খান। স্কুলের উন্নতির আশ্বাস দেন।

+
প্রাইমারি

প্রাইমারি স্কুলে ছাত্র-ছাত্রীদের সাথে একসাথে বসে মিড ডে মিল খেলেন মন্ত্রী

ঝাড়গ্রাম: মাও জামানায় খবরের শিরোনামে ছিল বিনপুর -১ ব্লকের আঁধারিয়া গ্রাম পঞ্চায়েতের রাধামোহনপুর গ্রাম। সেই গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎই হাজির হলেন রাজ্যের মন্ত্রী বীরবহা হাঁসদা। মন্ত্রীকে ঢুকতে দেখে শিক্ষক থেকে ছাত্র সবাই অবাক হলেও পরে কিন্তু সবাই খুশি ও হয়।
advertisement
প্রথমে মন্ত্রী ক্লাসে ঢুকে পড়ুয়াদের সঙ্গে আদিবাসী ভাষায় কথা বলেন। মন্ত্রীকে কাছে পেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী অঞ্জলি মুর্মু, দুলালী হাঁসদা, চতুর্থ শ্রেণীর পড়ুয়া মনিকা মান্ডি সুরোজমনি টুডু , তৃতীয় শ্রেণির পড়ুয়ারা মুখী মুর্মু ও রানী সরেনরা স্কুল চত্বরে থাকা ফুল এনে হেয়ারবেন্ড বানিয়ে মন্ত্রীকে পরিয়ে দেন।
advertisement
পঞ্চম শ্রেণির বাবুলাল হাঁসদা, বুড়ান মুর্মু ও সাগুন কিস্কুরা গোলাপ ফুল এনে মন্ত্রীর হাতে তুলে দেন। তারপর আদিবাসী পড়ুয়ারা মন্ত্রীকে গান শোনান । পরে মন্ত্রী বাচ্চাদের আঁকার খাতা, রং, পেনসিল ও চকলেট বিতরণ করেন।শেষে মন্ত্রী মাটিতে পড়ুয়াদের সঙ্গে বসে থালায় মিড-ডে মিল খান। স্কুলে মিডডে মিলে রান্না হয়েছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি ও সেদ্ধ ডিম, সেই খাওয়ার মন্ত্রীও বাচ্চাদের সঙ্গে খান। খাওয়ার সময় বাচ্চাদের সঙ্গে খোশ মেজাজে গল্প করেন মন্ত্রী।তাদের সাথে আনন্দ উপভোগ করে নেন।
advertisement
নিজের খাওয়া হয়ে গেলে স্কুলের পড়ুয়াদের মতমন্ত্রীও ট্যাপ কলে গিয়ে নিজের থালা ধোয়েন।মন্ত্রীর সঙ্গে ছিলেন বিনপুর-১ ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পূর্ণিমা মুর্মু। এদিন স্কুলের শিক্ষকরা মন্ত্রীকে স্কুলের প্রাচীর নির্মানের কথা লিখিত ভাবে জানালে মন্ত্রী তার তহবিল থেকে নির্মাণের আশ্বাস দেন। খুদে পডুয়াদের আগামী সপ্তাহে ঝাড়গ্রামের জঙ্গলমহল চিড়িয়খানায় ঘোরাতে নিয়ে যাবেন বলে আশ্বাসও দেন মন্ত্রী।
advertisement
মন্ত্রী বলেন, ‘‘বাচ্চাদের হাতের বানানো ফুলের তোড়া ও ফুল দিয়ে বানানো হেয়ারবেন্ড পরিয়ে দিয়েছে। এতে আমি আপ্লুত। স্কুলের উন্নতির জন্য প্রাচীর সহ যা যা করা প্রয়োজন, তা আমি করব। পড়ুয়াদের সঙ্গে খুব ভালো মিড-ডে মিল খেয়েছি। সুন্দর রান্না হয়েছিল।’’ মন্ত্রীকে কাছে পেয়ে খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়া সকলেই।
বুদ্ধদেব বেরা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জঙ্গলের মধ্যে এক প্রাইমারি স্কুল, সেখানেই হঠাৎ চলে এলেন মন্ত্রী! একসঙ্গে খেলেন মিড ডে মিল!
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement