ISKCON: মায়াপুর না মিনি ওয়ার্ল্ড! দোলের আগেই রূপ বদলেছে ইসকন চত্বর, দেখে চেনা দায়!
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
মায়াপুর ইসকন মন্দিরের নবদ্বীপ মন্ডল পরিক্রমা শুরু হয়ে গিয়েছে
নদিয়া: শুরু হয়ে গিয়েছে মায়াপুর ইসকন মন্দিরের নবদ্বীপ মন্ডল পরিক্রমা। মায়াপুর ইসকন এখন সাজো সাজো রব। গোটা ইসকন চত্বর সাজানো হয়েছে আলোক মালায়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের আগমনে মায়াপুর ইসকন এখন উৎসবমুখর। বিশ্বের বহু দেশ থেকে হাজার হাজার বিদেশি ভক্তের উপস্থিতি ঘটেছে মায়াপুর ইসকনে। সেই সঙ্গে বিদেশি ভক্তদের পাশাপাশি প্রায় হাজার হাজার ভারতীয় ভক্তরাও সমবেত হয়েছেন এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায়।
শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ৩৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মায়াপুর ইসকনের পক্ষ থেকে। ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী এই মন্ডল পরিক্রমা চলবে। ৯ মার্চ করা হবে মহামিলন। অর্থাৎ সমস্ত ভক্তরা পুনরায় মায়াপুর ইসকনে ফিরে আসবেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিরাপত্তার ব্যবস্থাও কঠোরভাবে করা হয়েছে মায়াপুর ইসকন চত্বরে। ইতিমধ্যেই স্থানীয় ও বিদেশী ভক্তদের আগমনে মায়াপুর ইসকন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। গৌড় পূর্ণিমা উৎসব অর্থাৎ দোলের দিন বিগ্রহের মহাভিষেক অনুষ্ঠান সম্পন্ন হবে। ঐদিন নৌকো বিহার থেকে শুরু করে পরিক্রমা কীর্তন মেলা ইত্যাদি একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মায়াপুর ইসকনের পক্ষ থেকে।
advertisement
এ বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, গৌড় পূর্ণিমা উৎসব হল অন্যান্য উৎসবের মতো একটি মুখ্য ধর্মীয় অনুষ্ঠান। দোলের দিন মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তার এই জন্মতিথিকে স্মরণ করেই বিভিন্ন প্রকারের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মায়াপুর ইসকন মন্দিরে। বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার সংকল্প নিয়েই দেশ-বিদেশের অগণিত ভক্তের সমাগম ঘটছে মায়াপুর ইসকন মন্দিরে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 04, 2025 3:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ISKCON: মায়াপুর না মিনি ওয়ার্ল্ড! দোলের আগেই রূপ বদলেছে ইসকন চত্বর, দেখে চেনা দায়!
