Maoist threat to TMC leaders: 'তৃণমূল নেতাদের সঙ্গে খেলা হবে!' ঝাড়গ্রামে উদ্ধার মাওবাদীদের নামে পোস্টারে হুমকি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মানিকপাড়া এলাকা একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল৷ জ্ঞানেশ্বরী কাণ্ডও ঘটেছিল এই এলাকাতেই৷
#ঝাড়গ্রাম: এবার খেলা হবে স্লোগান দিয়ে তৃণমূল নেতাদের উদ্দেশে হুমকি পোস্টার মিলল মাওবাদীদের নাম করে৷ এ দিন ঝাড়গ্রামের মানিকপাড়া স্টেশন এবং বাজার এলাকায় এই পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷
পোস্টারে লেখা রয়েছে, 'এতদিন তৃণমূল খেলেছে জনগনের সাথে। এবার মাওবাদী খেলবে তৃনমূল নেতাদের সঙ্গে।' ওই পোস্টারে আরও লেখা ছিল, 'কিষাণজি অমর রহে৷'
advertisement
বিষয়টি জানাজানি হতেই পুলিশ পোস্টারগুলি খুলে নিয়ে যায়৷ ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকা একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল৷ জ্ঞানেশ্বরী কাণ্ডও ঘটেছিল এই এলাকাতেই৷ সেখানেই ফের মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার মেলায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে৷
advertisement
শুধু ঝাড়গ্রাম নয়, লাগোয়া বাঁকুড়া জেলাতেও সম্প্রতি একই ভাবে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে৷ গত কয়েকদিনে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়েছে৷ এর পর থেকেই সতর্ক হয়েছে প্রশাসন৷ পুলিশের পরামর্শে বিকেলের পর বাড়ি থেকে বন্ধ করেছেন শাসক দলের অধিকাংশ নেতা৷ বিকেলের পর তৃণমূলের প্রায় সমস্ত পার্টি অফিসই বন্ধ থাকে৷ আজ ফের মানিকপাড়ায় মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার মেলায় আতঙ্ক আরও বেড়েছে৷
advertisement
কয়েকদিন আগেই জঙ্গলমহলে মাওবাদীদের ডাকা বনধে যথেষ্ট সাড়া পড়েছিল৷ মাওবাদীরা হুমকি দেওয়ার পরেই বাঁকুড়ার রানিবাঁধের বেশ কয়েকজন তৃণমূল নেতা ইতিমধ্যে পুলিশের কাছে নিরাপত্তাও চেয়েছেন৷
Raju Singh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 23, 2022 3:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maoist threat to TMC leaders: 'তৃণমূল নেতাদের সঙ্গে খেলা হবে!' ঝাড়গ্রামে উদ্ধার মাওবাদীদের নামে পোস্টারে হুমকি