Maoist threat to TMC leaders: 'তৃণমূল নেতাদের সঙ্গে খেলা হবে!' ঝাড়গ্রামে উদ্ধার মাওবাদীদের নামে পোস্টারে হুমকি

Last Updated:

মানিকপাড়া এলাকা একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল৷ জ্ঞানেশ্বরী কাণ্ডও ঘটেছিল এই এলাকাতেই৷

তৃণমূল নেতাদের উদ্দেশে মাওবাদীদের হুমকি পোস্টার৷
তৃণমূল নেতাদের উদ্দেশে মাওবাদীদের হুমকি পোস্টার৷
#ঝাড়গ্রাম: এবার খেলা হবে স্লোগান দিয়ে তৃণমূল নেতাদের উদ্দেশে হুমকি পোস্টার মিলল মাওবাদীদের নাম করে৷ এ দিন ঝাড়গ্রামের মানিকপাড়া স্টেশন এবং বাজার এলাকায় এই পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷
পোস্টারে লেখা রয়েছে, 'এতদিন তৃণমূল খেলেছে জনগনের সাথে। এবার মাওবাদী খেলবে তৃনমূল নেতাদের সঙ্গে।' ওই পোস্টারে আরও লেখা ছিল, 'কিষাণজি অমর রহে৷'
advertisement
বিষয়টি জানাজানি হতেই পুলিশ পোস্টারগুলি খুলে নিয়ে যায়৷ ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকা একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল৷ জ্ঞানেশ্বরী কাণ্ডও ঘটেছিল এই এলাকাতেই৷ সেখানেই ফের মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার মেলায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে৷
advertisement
শুধু ঝাড়গ্রাম নয়, লাগোয়া বাঁকুড়া জেলাতেও সম্প্রতি একই ভাবে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে৷ গত কয়েকদিনে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়েছে৷ এর পর থেকেই সতর্ক হয়েছে প্রশাসন৷ পুলিশের পরামর্শে বিকেলের পর বাড়ি থেকে বন্ধ করেছেন শাসক দলের অধিকাংশ নেতা৷ বিকেলের পর তৃণমূলের প্রায় সমস্ত পার্টি অফিসই বন্ধ থাকে৷ আজ ফের মানিকপাড়ায় মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার মেলায় আতঙ্ক আরও বেড়েছে৷
advertisement
কয়েকদিন আগেই জঙ্গলমহলে মাওবাদীদের ডাকা বনধে যথেষ্ট সাড়া পড়েছিল৷ মাওবাদীরা হুমকি দেওয়ার পরেই বাঁকুড়ার রানিবাঁধের বেশ কয়েকজন তৃণমূল নেতা ইতিমধ্যে পুলিশের কাছে নিরাপত্তাও চেয়েছেন৷
Raju Singh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maoist threat to TMC leaders: 'তৃণমূল নেতাদের সঙ্গে খেলা হবে!' ঝাড়গ্রামে উদ্ধার মাওবাদীদের নামে পোস্টারে হুমকি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement