Latest Bangla News|| সাবধান! ভিড়ের মধ্যেই মিশে থাকবেন 'ওঁরা', মহিলাদের নিরাপত্তায় বড় পদক্ষেপ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Latest Bangla News: মহিলা ও শিশুদের নিরাপত্তার স্বার্থে প্রথমে কলকাতায় এই টিম গঠন হয় ৷ এরপর অপরাধ দমনে ভালো সাড়াও মেলে ৷ তারপরই পুলিশের নতুন শাখা উইনার্স- কে নিরাপত্তার স্বার্থে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷
#বারাসাত: রাস্তায় বেরিয়ে ইভটিজিংয়ের শিকার হন অনেক নারী৷ এ বার তাদের সুরক্ষা দিতেই জেলায় গড়ে তোলা হল মহিলা পুলিশের বিশেষ বাহিনী৷ নাম দেওয়া হয়েছে উইনার্স৷ ফলে ইভটিজিং করলেই এ বারে ঠাই মিলবে শ্রীঘরে৷
উত্তর ২৪ পরগণা জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই বাহিনীকে কাজে লাগানো হবে। মহিলা ও শিশুদের নিরাপত্তার স্বার্থে প্রথমে কলকাতায় এই টিম গঠন হয় ৷ এরপর অপরাধ দমনে ভালো সাড়াও মেলে ৷ তারপরই পুলিশের নতুন শাখা উইনার্স- কে নিরাপত্তার স্বার্থে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ শুরু হয় পরিকল্পনা মাফিক কাজ৷
advertisement
আরও পড়ুন: গরম তো থাকবেই, গ্রীষ্মের ছুটিতে তাও যেতেই পারেন 'বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন' গনগনি
একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে রাজ্যে। তার আঁচ পৌঁছেছে পুলিশ-প্রশাসনের অন্দরেও। তাই এবার নারী নিগ্রহ ঠেকাতে বিশেষ বাহিনী গড়তে চলেছে রাজ্য পুলিশ। কলকাতা পুলিশে স্কুটার-আরোহী একটি প্রমীলা বাহিনী রয়েছে। তার নামও ‘উইনার্স’। সেই ধাঁচেই জেলায় জেলায় পুলিশেও এই বিশেষ মহিলা বাহিনী তৈরি করা হচ্ছে।
advertisement
advertisement
কীভাবে নজরদারী করবে এই মহিলা সুরক্ষা বাহিনী উইনার্স?
প্রশাসন সূত্রে জানা গেল, জেলা সদর কিংবা বিভিন্ন জনবহুল এলাকায় স্কুটার বা মোটরবাইক নিয়ে টহল দেবেন বাহিনীর সদস্যরা। পার্ক, শপিং মল, বাজার এলাকায় বিশেষ নজরদারি করবেন তাঁরা। স্কুল, কলেজ, হোটেল, রেস্তোরাঁয় নজর রাখবেন। নারী নিগ্রহের খবর পেলেই অভিযুক্তকে পাকড়াও করবে এই বাহিনী। আর সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দেবে স্থানীয় থানায় ৷ আরও জানা গেছে, দুষ্কৃতীদের কাবু করার জন্য তাঁদের মার্শাল আর্টের প্রশিক্ষণও দেওয়া হবে। ইতিমধ্যেই যে ক’জন ওই বাহিনীর জন্য নির্বাচিত হয়েছেন তাঁদের প্রশিক্ষণের কাজও শুরু হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2022 10:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Bangla News|| সাবধান! ভিড়ের মধ্যেই মিশে থাকবেন 'ওঁরা', মহিলাদের নিরাপত্তায় বড় পদক্ষেপ