East Medinipur News: সুযোগের অভাব কাটিয়ে ক্যামেরার সামনে গ্রামবাংলার ছেলে-মেয়েরা! অভিনয়ে এবার শহরকে টেক্কা

Last Updated:

আলোয় আসছে আড়ালে থাকা মুখ, কাঁথিতে শুরু হল অভিনয় শেখার সুযোগ।

+
অভিনয়

অভিনয় প্রশিক্ষণ

কাঁথি, মদন মাইতি: অভিনয় মানেই শুধু শহরের মঞ্চ বা বড় স্টুডিও—এই ধারণা দীর্ঘদিন ধরেই প্রচলিত। কিন্তু বাস্তবে গ্রামগঞ্জেও ছড়িয়ে রয়েছে বহু প্রতিভাবান ছেলে-মেয়ে। সুযোগের অভাবে তারা অনেক সময় নিজেদের মেলে ধরতে পারে না। শহরে গিয়ে প্রশিক্ষণ নেওয়া তাদের পক্ষে সহজ হয় না। সেই কারণেই বহু প্রতিভা আড়ালেই থেকে যায়। এবার সেই চিত্র বদলাতে চলেছে। এবার গ্রামের মাটিতেই তৈরি হয়েছে অভিনয় শেখার সুযোগ। ফলে নতুন আশার আলো দেখছে গ্রামীণ এলাকার তরুণ প্রজন্ম।
কাঁথিতে শুরু হয়েছে অভিনয় শেখার সুযোগ। তৈরি হয়েছে কাঁথি ফিল্মি অ্যাকাডেমি। এই অ্যাকাডেমি মাধ্যমে গ্রামের ছেলে-মেয়েরা প্রথমবার অভিনয়ের প্রশিক্ষণ পাচ্ছে। অভিনয়ের আগ্রহ দেখাচ্ছে কাঁথি শহরের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের গ্রামের ছেলে মেয়েরা। অনেকেই আগে কখনও মঞ্চে দাঁড়ানোর সুযোগ পায়নি। কারও আবার আগ্রহ ছিল, কিন্তু পথ জানা ছিল না। প্রশিক্ষণের মাধ্যমে তারা এখন ক্যামেরার সামনে আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে শিখছে। সংলাপ বলা, শরীরী ভাষা মত বিষয়গুলো তারা ধীরে ধীরে রপ্ত করছে।
advertisement
শুধু বড় নয় নয় খুদেদের জন্য এটি অনন্য সুযোগ। খুব ছোট বয়সের শিশুরাও এখানে অভিনয়ের প্রাথমিক ধারণা পাচ্ছে। গ্রামের খুদেরা খেলতে খেলতেই অভিনয়ের সঙ্গে পরিচিত হচ্ছে। বড়দের জন্য রয়েছে আলাদা প্রশিক্ষণ পদ্ধতি। শুধু অভিনয় নয়, সিনেমা তৈরির অন্যান্য দিক সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে। এতে গ্রামের ছেলে-মেয়েরা চলচ্চিত্র জগতকে আরও কাছ থেকে বুঝতে পারছে।
advertisement
advertisement
কাঁথি ফিল্মি অ্যাকাডেমির অন্যতম তন্ময় মাইতির কথায়, পূর্ব মেদিনীপুরের গ্রামগঞ্জে বহু প্রতিভাবান যুবক–যুবতী রয়েছেন, যাঁরা এতদিন সুযোগের অভাবে পিছিয়ে ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে তাঁদের প্রতিভা প্রকাশের একটি মঞ্চ তৈরি হচ্ছে। স্থানীয় সাংস্কৃতিক মহলের মতে, মফস্বল এলাকায় এমন প্রশিক্ষণের সুযোগ তৈরি হওয়ায় গ্রামের ছেলে-মেয়েরা এখন আর নিজেকে পিছিয়ে ভাবছে না। নিজের এলাকাতেই প্রতিভা বিকাশের সুযোগ পেয়ে তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: সুযোগের অভাব কাটিয়ে ক্যামেরার সামনে গ্রামবাংলার ছেলে-মেয়েরা! অভিনয়ে এবার শহরকে টেক্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement