Gangasagar Rituals: বালুকাবেলায় পিণ্ডদান, প্রাচীন রীতি অনুসরণ করে গঙ্গাসাগরে চলছে পিতৃতর্পণ
- Reported by:Suman Saha
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Gangasagar Rituals:গঙ্গাসাগরের বেলাভূমি পবিত্র ভূমি এখানে সাগর রাজার সন্তানরা উদ্ধার হয়েছিল। এই পবিত্র মেলাভূমিতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পিন্ডদান
গঙ্গাসাগরে বেলাভূমিতে বালি দিয়েই পিন্ডদান চিরাচরিত আচার মেনে চলছে পিতৃতর্পণ। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে ভোর থেকেই ভিড় জমিয়েছেন হাজার হাজার তীর্থযাত্রী। অনেকেই গঙ্গাস্নান সেরে বেলাভূমিতে বসেই বালি দিয়ে পিন্ড তৈরি করে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিন্ডদান করছেন। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
কথিত আছে, বনবাসকালে তাঁরা যে অঞ্চলে অবস্থান করছিলেন, সেখানে উপযুক্ত উপাচার বা পিণ্ড তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়নি। তখন সীতা দেবী গঙ্গার তীরে বালি দিয়ে পিণ্ড তৈরি করে রাজা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। তাঁর নিষ্ঠা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে দশরথের আত্মা মুক্তি লাভ করে এমনটাই লোকবিশ্বাস। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
advertisement
advertisement
সমুদ্রতটে সারি সারি মানুষ মাথায় গঙ্গাজল নিয়ে বসে পড়ছেন আচার পালনে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে বালি, তিল, জল ও ফুল দিয়ে তৈরি হচ্ছে পিন্ড। বিশ্বাস অনুযায়ী, গঙ্গাসাগরে পিন্ডদান করলে পিতৃপুরুষের আত্মা শান্তি লাভ করে এবং বংশের কল্যাণ হয়। তাই দূর-দূরান্ত থেকে মানুষ এখানে এসে এই বিশেষ আচার পালন করেন। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
বেলাভূমিতে পর্যাপ্ত জায়গা থাকায় খোলা আকাশের নিচেই চলছে পিতৃতর্পণ। কেউ নিজের উদ্যোগে আচার সারছেন, আবার কেউ পুরোহিতের সহায়তায় নিয়ম মেনে পিন্ডদান করছেন। চারপাশে শঙ্খধ্বনি, মন্ত্রপাঠ আর ঢেউয়ের গর্জনে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।গঙ্গাসাগরের বেলাভূমিতে বালি দিয়ে পিন্ডদান কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বিশ্বাস ও সংস্কৃতির বহিঃপ্রকাশ। (তথ্য ছবি সুমন সাহা)






