Mamata Banerjee: কুর্মি বিক্ষোভের পর আজ শালবনীতে অভিষেকের নবজোয়ারে মমতা, যাবেন এগরাতেও

Last Updated:

বেআইনি বাজি উদ্ধার অভিযান আরও চালিয়ে যেতে হবে বলেও শুক্রবারের বৈঠকে পুলিশকে নির্দেশ দেন  মুখ্যসচিব।

মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: এগরা বিস্ফোরণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব মেদিনীপুরের এগরায় যাবেন। কথা বলবেন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে। পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
তবে শুধু পূর্ব মেদিনীপুরের এগরা নয়, এদিনের সফরে পশ্চিম মেদিনীপুরের শালবনী যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এগরায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর হেলিকপ্টারে করে তিনি পৌঁছে যাবেন পশ্চিম মেদিনীপুর জেলায়।
advertisement
advertisement
নবান্ন সূত্রে খবর, কিছুক্ষণ পশ্চিম মেদিনীপুর জেলা সার্কিট হাউসে বিশ্রাম নেওয়ার পর শালবনীর উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগদানের পর বিকেলেই হেলিকপ্টার করে ডুমুরজলা ফেরার কথা মুখ্যমন্ত্রীর।
অন্যদিকে শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হওয়ার ঘটনার পর পর এদিনের কর্মসূচির জন্য আরও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের এগরা থেকে বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন। শুক্রবারই মুখ্য সচিব বাজি নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। ভার্চুয়াল বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যসচিব।
advertisement
মুখ্যসচিব একদিকে যেমন জনবহুল এলাকায় যাতে বাজি তৈরি না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেন, পাশাপাশি বাজি উৎপাদনকারী সংস্থাগুলির জন্য নির্দিষ্ট জমি চিহ্নিত করার পরামর্শ দেন জেলাশাসকদের বলেই নবান্ন সূত্রে খবর। পাশাপাশি যাঁরা বাড়িতে বাজি বানাচ্ছেন, তাঁদের অন্য কোথাও স্থানান্তরিত করা যায় না কি সেটাও খতিয়ে দেখার কথা বলেন  মুখ্যসচিব।
advertisement
বেআইনি বাজি উদ্ধার অভিযান আরও চালিয়ে যেতে হবে বলেও শুক্রবারের বৈঠকে পুলিশকে নির্দেশ দেন  মুখ্যসচিব। কোথায় কোথায় বেআইনি বাজি তৈরি হচ্ছে সে সম্পর্কে আরও খোঁজ খবর করতে হবে বলেও শুক্রবারের বৈঠকে বিশেষ নির্দেশ দেন মুখ্য সচিব। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে  ক্লাস্টার গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এইদিনের পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই দুই জেলা সফরই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: কুর্মি বিক্ষোভের পর আজ শালবনীতে অভিষেকের নবজোয়ারে মমতা, যাবেন এগরাতেও
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement