Mamata Banerjee: কুর্মি বিক্ষোভের পর আজ শালবনীতে অভিষেকের নবজোয়ারে মমতা, যাবেন এগরাতেও
- Published by:Debamoy Ghosh
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
বেআইনি বাজি উদ্ধার অভিযান আরও চালিয়ে যেতে হবে বলেও শুক্রবারের বৈঠকে পুলিশকে নির্দেশ দেন মুখ্যসচিব।
কলকাতা: এগরা বিস্ফোরণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব মেদিনীপুরের এগরায় যাবেন। কথা বলবেন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে। পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
তবে শুধু পূর্ব মেদিনীপুরের এগরা নয়, এদিনের সফরে পশ্চিম মেদিনীপুরের শালবনী যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এগরায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর হেলিকপ্টারে করে তিনি পৌঁছে যাবেন পশ্চিম মেদিনীপুর জেলায়।
আরও পড়ুন: অভিষেককে ঘিরে কুর্মিদের তুমুল বিক্ষোভ, ভাঙল মন্ত্রীর গাড়ি! মমতাকে ফোন করলেন তৃণমূল সাংসদ
advertisement
advertisement
নবান্ন সূত্রে খবর, কিছুক্ষণ পশ্চিম মেদিনীপুর জেলা সার্কিট হাউসে বিশ্রাম নেওয়ার পর শালবনীর উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগদানের পর বিকেলেই হেলিকপ্টার করে ডুমুরজলা ফেরার কথা মুখ্যমন্ত্রীর।
advertisement
মুখ্যসচিব একদিকে যেমন জনবহুল এলাকায় যাতে বাজি তৈরি না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেন, পাশাপাশি বাজি উৎপাদনকারী সংস্থাগুলির জন্য নির্দিষ্ট জমি চিহ্নিত করার পরামর্শ দেন জেলাশাসকদের বলেই নবান্ন সূত্রে খবর। পাশাপাশি যাঁরা বাড়িতে বাজি বানাচ্ছেন, তাঁদের অন্য কোথাও স্থানান্তরিত করা যায় না কি সেটাও খতিয়ে দেখার কথা বলেন মুখ্যসচিব।
advertisement
বেআইনি বাজি উদ্ধার অভিযান আরও চালিয়ে যেতে হবে বলেও শুক্রবারের বৈঠকে পুলিশকে নির্দেশ দেন মুখ্যসচিব। কোথায় কোথায় বেআইনি বাজি তৈরি হচ্ছে সে সম্পর্কে আরও খোঁজ খবর করতে হবে বলেও শুক্রবারের বৈঠকে বিশেষ নির্দেশ দেন মুখ্য সচিব। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাস্টার গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এইদিনের পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই দুই জেলা সফরই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 8:03 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: কুর্মি বিক্ষোভের পর আজ শালবনীতে অভিষেকের নবজোয়ারে মমতা, যাবেন এগরাতেও









